এখন পড়ছেন
হোম > জাতীয় > আগামী মাসের মধ্যে দেশজুড়ে অভিন্ন রেশন প্রকল্প চালুর নির্দেশ সুপ্রিম কোর্টের

আগামী মাসের মধ্যে দেশজুড়ে অভিন্ন রেশন প্রকল্প চালুর নির্দেশ সুপ্রিম কোর্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে গতবছর তীব্র সমস্যায় পড়েছিলেন পরিযায়ী শ্রমিকেরা। অনেকে লকডাউনের সময় ছিলেন অভুক্ত, কর্মস্থল থেকে বাড়ি ফিরতে গিয়ে অনেকের মৃত্যু ঘটেছিল। এবছর করোনার দ্বিতীয় ঢেউ শুরু হতেই আবার দেশের একাধিক স্থানে লকডাউন, আংশিক লকডাউন, বিধি-নিষেধ জারি করা হয়েছে। ফলে আবার জীবিকা হারিয়েছেন প্রচুর পরিযায়ী শ্রমিক। আবার যাতে তারা বিপদে না পড়েন এর জন্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন হর্ষ মান্ডের, অঞ্জলি ভরদ্বাজ, জগদীপ চোকার নামে তিন সমাজকর্মী। গত ১১ ই জুন এ বিষয়ে রায়দানের কথা ছিল সুপ্রিম কোর্টের। তবে, সেদিন কোনো বিশেষ কারণে রায়দান স্থগিত রাখা হয়। এরপর এ বিষয়ে রায়দান করা হয়েছে গতকাল। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে আগামী ৩১ সে জুলাই এর মধ্যে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এম আর শাহকে নিয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যতদিন পর্যন্ত অতিমারির অবস্থা থাকবে, ততদিন পরিযায়ী শ্রমিকদের জন্য কমিউনিটি কিচেন চালাতে হবে। এছাড়া করোনা সংক্রমণ থাকাকালীন সমস্ত পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে শুকনো খাবারের ব্যবস্থা করে দিতে হবে। সুপ্রিমকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, গরিব নাগরিকদের কল্যাণের জন্য রেশন প্রকল্পর ব্যবস্থা। নিজেদের রাজ্যের বাইরে অন্য কোন রাজ্যে যেখানে থাকবেন পরিযায়ী শ্রমিকরা,সেখানেই তাদের রেশনের ব্যবস্থা করে দিতে হবে।

এজন্য ৩১ সে জুলাইয়ের মধ্যে ন্যাশনাল ইনফর্মেটিকস সেন্টারের দ্বারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের নাম নথিভুক্ত করতে হবে। এ জন্যে একটি পোর্টাল খোলার নির্দেশ দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সমস্ত রাজ্য সরকার, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে একটি প্রকল্পের আওতায় এনে ৩১ সে জুলাই এর মধ্যে পরিযায়ী শ্রমিকদের হাতে শুকনো খাবার তুলে দিতে হবে। যতদিন করোনা সংক্রমণ থাকবে, ততদিন এই ব্যবস্থা চালু রাখতে হবে। কেন্দ্র ও রাজ্যকে একত্রে বেশ কিছু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিযায়ী শ্রমিকদের উন্নতির জন্য কেন্দ্র-রাজ্যকে সম্মিলিত ভাবে একাধিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!