এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলীয় ইশতেহারে ঢালাও প্রতিশ্রুতি, তৃণমূলকে কড়া আক্রমণ বিরোধীদের

দলীয় ইশতেহারে ঢালাও প্রতিশ্রুতি, তৃণমূলকে কড়া আক্রমণ বিরোধীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের ময়দানে এমনিতেই তৃণমূলকে কুপোকাত করতে “অনুন্নয়নের সরকার” বলে বারবার অভিযোগ করতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এবার তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার প্রকাশ হতে না হতেই তাকে কটাক্ষ করতে শুরু করল বিরোধীরা। মূলত, এবারের তৃণমূল কংগ্রেস দশটি বিষয়কে প্রাধান্য দিয়ে তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে।

ইশতেহারে জানানো হয়েছে, বছরে পাঁচ লক্ষ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তবে দশ বছর রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস আবার পুনর্বার ক্ষমতায় আসতে এই ধরনের ইশতেহার প্রকাশ করলেও, তাকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে চাইছে না বিরোধীরা। তাই বিজেপি থেকে শুরু করে সিপিএম, সকলেই তৃণমূলের এই ইশতেহারকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছে।

এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “তৃনমুল গত 10 বছরে কত চাকরি দিয়েছে, আগে তা প্রকাশ করুক। তাহলেই পরিষ্কার হয়ে যাবে, এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে কিনা। তা ছাড়া বাংলায় কর্মসংস্থানের কি হল, তা লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের দেখেই আমরা বুঝে গিয়েছি।” অন্যদিকে তৃণমূলের এই ইশতেহারকে “প্রতারণা” বলে কটাক্ষ করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “তৃণমূলের নির্বাচনী ইশতেহার এই কথাটা কিছু মানে হয় না। ওরা ইশতেহারে যা বলে, সেই অনুযায়ী চলে না। এটা একটা প্রতারণার শামিল। 2011 সালের ইশতেহারে বলেছিল বছরে 10 লক্ষ বেকারের চাকরি দেবে। সেটা থেকে এখন কমে ৫ লক্ষ হয়ে গেল। অর্থাৎ সরকার অর্ধেকে নেমে এসেছে বলা চলে। কদিন পর আর থাকবেই না।”

অর্থাৎ নির্বাচনের আগে এই ইস্তেহার প্রকাশ করে ক্ষমতায় আসলে কি কি করা হবে, তার প্রতিশ্রুতি দেয় প্রতিটা রাজনৈতিক দল। কিন্তু সেই প্রতিশ্রুতি দিতে গিয়ে যেভাবে বিরোধীদের মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেসকে, তা যথেষ্ট অস্বস্তির কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, 2021 এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিরোধীরা বিগত 10 বছর ধরে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের কাছে কাজের হিসাব চাইবে, এটাই স্বাভাবিক।

সেদিক থেকে এতদিন রাজ্যের ক্ষমতায় থাকলেও তৃণমূলের আমলে কোনো কাজ হয়নি বলে অভিযোগ করতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর নির্বাচনী ইশতেহার শাসক দলের পক্ষ থেকে প্রকাশ হতে না হতেই সেই বিষয়েকে হাতিয়ার করে পাল্টা ময়দানে নেমে তৃণমূলকে আরও চাপে ফেলে দিল বাম-বিজেপি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!