এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাংলার পঞ্চায়েত নির্বাচন – কেমন চলছে ভোটগ্রহণ? সকাল ৯:০০ টা পর্যন্ত একনজরে

বাংলার পঞ্চায়েত নির্বাচন – কেমন চলছে ভোটগ্রহণ? সকাল ৯:০০ টা পর্যন্ত একনজরে

* অনেক আইনি জটিলতা পেরিয়ে অবশেষে দিনের এল দেখল বাংলার পঞ্চায়েত নির্বাচন
* সকাল ৭:০০ টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে
* ভোটগ্র্রহন চলছে ৬২১ টি জেলা পরিষদ, ৬,১৫৭ টি পঞ্চায়েত সমিতি এবং ৩১,৮২৭ টি গ্রাম পঞ্চায়েত আসনে
* ৪৬,০০০ রাজ্য পুলিসের কর্মী, ১২,০০০ কলকাতা পুলিসের কর্মী এবং ভিন রাজ্যের ১,৫০০ পুলিসকর্মী মোতায়েন করা হয়েছে নিরাপত্তায়
* মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে শান্তিতে ভোটদানের জন্য আবেদন জানিয়েছেন
* কমিশন সূত্রে খবর সকাল ৯:০০ টা পর্যন্ত ১২.‌০৯% ভোট পড়েছে
* গোটা রাজ্য থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ভেসে আসছে
* বিজেপি এজেন্টকে চড় মারার অভিযোগ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে
* নির্বাচনের নামে প্রহসন চলছে অভিযোগে ভোট বয়কট প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবিরের
* বাগদায় মাঝরাত থেকেই ছাপ্পা দেওয়ার অভিযোগ
* বড় অশান্তির ঘটনা ঘটেছে বাগদা, ভাঙড়, তমলুক থেকে
* পাণ্ডুয়া, জামবনি, রঘুনাথগঞ্জ, নওদা-সহ আরও বহু জায়গায় বিরোধীদের মারধর, বুথ দখলের অভিযোগ এসেছে
* রাতেই দক্ষিণ ২৪ পরগনার নামখানার বুধাখালি গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী দেবু দাস এবং তাঁর স্ত্রী উষা দাসকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে
* শান্তিপুরের গবারচরে নির্দল প্রার্থীর ভাইকে গুলি

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!