কলকাতা পুরসভায় ১৯ টি বিভাগে নিয়োগ চাকরি জব ওপেনিং November 19, 2017 কলকাতা পৌর কর্পোরেশনে ২০১৭ এর নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, সেখানে একগুচ্ছ নতুন পদের জন্য নিয়োগ করা হবে। সমস্ত সিভিল ইঞ্জিনিয়ার প্রার্থীদের জানানো হচ্ছে যে, কলকাতা পৌর কর্পোরেশন, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ১৯ টি বিভাগে পেশাদার এবং সহকারী অটো ক্যাড পদে নিয়োগের জন্য একটি চুক্তিভিত্তিক নিয়োগ করতে চলেছে। বয়ঃসীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতন, নির্বাচন প্রক্রিয়া, আবেদনপত্রের পদ্ধতি ইত্যাদি সম্বন্ধে নীচে বিস্তারিত দেওয়া হল – শিক্ষাগত যোগ্যতা: যেকোন রেপুটেড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রী অথবা ডিপ্লোমা এবং সি.এ.ডি ডিগ্রি নিয়ে ১ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন। বয়স সীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তির উপর উল্লিখিত কোন বয়ঃসীমা নেই, উপরের সব যোগ্যতা মাপকাঠি পূরণ কোলেই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। বেতন কাঠামো: নির্বাচিত প্রার্থীগণের পে স্কেল ১৭,০০০-২৫,০০০/_ বিস্তারিত জানার জন্য নিচের ওয়েবসাইট যান: www.kmcgov.in আপনার মতামত জানান -