এখন পড়ছেন
হোম > রাজ্য > রণক্ষেত্র ভাঙ্গরে পৌঁছে গেলেন রাজ্যপাল, এলাকাবাসীর সঙ্গে কথা!

রণক্ষেত্র ভাঙ্গরে পৌঁছে গেলেন রাজ্যপাল, এলাকাবাসীর সঙ্গে কথা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মনোনয়ন পর্ব জমা দেওয়াকে কেন্দ্র করে প্রথম দিন থেকে উত্তপ্ত হতে দেখা গিয়েছিল ভাঙ্গড়কে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও সেই ভাঙ্গরে এক আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছে। মাঝেমধ্যেই বোমা, গুলির আওয়াজ সন্ত্রস্ত করে রেখেছে সাধারণ মানুষকে। আর এই পরিস্থিতিতে সেই ভাঙ্গরে পৌঁছে গেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেখানে এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন তিনি।

প্রসঙ্গত, মনোনয়নে লাগাতার সন্ত্রাস এবং ভাঙ্গড়ের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছিলেন, শয়তানের শেষ হবে। আর তারপরেই আজ সেই ভাঙ্গরে পৌঁছে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা গেল বাংলার সাংবিধানিক প্রধানকে। মূলত, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি বুঝে নিতে চাইছেন রাজ্যপাল। যার ফলে কার্যত ভাঙ্গরে অশান্তির ঘটনায় যারা জড়িত, তারা কিছুটা হলেও অস্বস্তির মুখে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!