এখন পড়ছেন
হোম > রাজনীতি > কেন্দ্রীয় বাহিনীর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের!

কেন্দ্রীয় বাহিনীর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মনোনয়ন পর্বে লাগাতার অশান্তির ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের পক্ষ থেকে আবার আদালতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। আর তারপরেই আদালতের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বা নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ ঘিরে তৈরি হয়েছিল জল্পনা। কমিশনের পক্ষ থেকে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছিল, আদালতের সব নির্দেশকে মান্যতা দেওয়া হবে। কিন্তু এবার কিছু সময় পেরোতে না পেরোতেই কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার।

সূত্রের খবর, শনিবার কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় বাহিনীর সংক্রান্ত রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হওয়ার পরেই একাধিক দাবি নিয়ে আদালতে গিয়েছিল রাজ্যের বিরোধী দল বিজেপি এবং কংগ্রেস। যার মধ্যে অন্যতম ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানো। তবে আদালতের পক্ষ থেকে প্রথমে জানিয়ে দেওয়া হয়েছিল, স্পর্শকাতর বেশ কিছু জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হবে। কিন্তু যখন লাগাতার অশান্তির ঘটনা চোখে পড়ছে, তখন ফের আদালতে যায় বিরোধীরা। আর তারপরেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কড়া নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়, পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী।

আর সেই কেন্দ্রীয় বাহিনী দিয়েই করতে হবে নির্বাচন। যার ফলে অনেকটাই চাপে পড়ে যায় রাজ্য নির্বাচন কমিশন এবং শাসক দল। তবে এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ নিয়ে ব্যাপক ধোঁয়াশা তৈরি হয়েছিল। কিন্তু এবার 48 ঘন্টা কাটতে না কাটতেই কলকাতা হাইকোর্টের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যেতে চলেছে রাজ্য এবং নির্বাচন কমিশন। তবে পঞ্চায়েত নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, তখন শীর্ষ আদালতে এই ব্যাপারে কি নির্দেশ দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!