এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভাঙ্গরের ঘটনায় নওশাদকে আক্রমণ, নবজোয়ারের সভায় বিস্ফোরক মমতা!

ভাঙ্গরের ঘটনায় নওশাদকে আক্রমণ, নবজোয়ারের সভায় বিস্ফোরক মমতা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মনোনয়ন পর্ব জমাকে কেন্দ্র করে রাজ্যের মধ্যে সবথেকে বেশি উত্তপ্ত হতে দেখা গিয়েছে ভাঙ্গরকে। যেখানে শেষ দিনে এক আইএসএফ কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে সোচ্চার হয়েছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের পর শুক্রবার আরও একবার ভাঙ্গরের ঘটনা নিয়ে নাম না করে আইএসএফ এবং নওশাদ সিদ্দিকীকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কয়েকজন বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে নবজোয়ারের সমাপ্তি সভা থেকে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “ভাঙ্গরের ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িত নয়। এই কাজ তৃণমূল কংগ্রেস করেনি। বরঞ্চ আমি আমার দুইজন সহকর্মীকে হারিয়েছি। কয়েক জন বিজেপির বাচ্চা যারা আজকে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এই ধরনের অশান্তি তৈরি করছে।”

বিশেষজ্ঞদের মতে, ভাঙ্গরের ঘটনায় যথেষ্ট ব্যাকফুটে রাজ্য সরকার। পরিস্থিতি যখন ক্রমাগত উত্তপ্ত হতে শুরু করেছিল, তখন নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিন্তু মুখ্যমন্ত্রী তাকে সময় দেননি বলে অভিযোগ এই বিরোধী বিধায়কের। আর এই পরিস্থিতিতে এবার ভাঙ্গরের সেই ঘটনা নিয়ে নাম না করে আইএসএফ এবং নওশাদ সিদ্দিকীকে পাল্টা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!