এখন পড়ছেন
হোম > রাজনীতি > পঞ্চায়েতে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কি হস্তক্ষেপ শাহের ! সুকান্তর পদক্ষেপে তীব্র জল্পনা !

পঞ্চায়েতে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কি হস্তক্ষেপ শাহের ! সুকান্তর পদক্ষেপে তীব্র জল্পনা !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলার গণতান্ত্রিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা নিয়ে একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপি। বিভিন্ন সময় বাংলায় রাজনৈতিক সফর করতে দেখা গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তবে এবার পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বকে ঘিরে যখন সন্ত্রাসের ছবি উঠে আসছে, ঠিক তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে চিঠিতে বাংলার বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে অমিত শাহের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি দেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যেখানে পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলায় বিভিন্ন জেলায় সন্ত্রাস এবং অশান্তির ঘটনার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি এই বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাতে হস্তক্ষেপ করেন, সেই বিষয়েও আর্জি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। যাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

একাংশ বলছেন, তাহলে কি এবার বাংলার পরিস্থিতি নিয়ে বঙ্গ বিজেপির তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযোগ জানানোর কারণে পদক্ষেপ নেবেন অমিত শাহ! কেননা ভাঙ্গরের পরিস্থিতির পরেই সেই এলাকা পরিদর্শন করে গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আস্থা দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। আর এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতির পক্ষ থেকে অমিত শাহকে চিঠি শাসকদলের বিড়ম্বনা বাড়িয়ে দিলো বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!