মুখ্যমন্ত্রীকে পরাস্ত করতে এবার মমতা অস্ত্রকেই হাতিয়ার করছেন মুকুল রায় কলকাতা রাজ্য November 29, 2017 বিজেপিতে যোগদানের পর থেকেই একের পর এক বোমা ফাটাচ্ছেন তিনি মমতা ম্যাজিক রুখতে । পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে তারই অস্ত্রকে হাতিয়ার করতে চলেছেন মুকুল বাবু।আর সেই অস্ত্র হলো বিবেকানন্দ-রামকৃষ্ণ ও নেতাজি। যতদূর জানা যাচ্ছে মুকুল রায় মোটেই খুশি নন অস্ত্র মিছিল নিয়ে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তাঁর মতে মানুষ যুদ্ধ নয় শান্তি চাই এই মর্মে বিশ্বাসী। আর এর জন্য মমতা বান্ধোপাধ্যায় যে পথ দেখিয়েছিলেন সেই পারল ধরেই বিবেকানন্দ-রামকৃষ্ণ ও নেতাজিকে সামনে রেখে এ এর স্বচ্ছ বাংলা গড়ার ডাক দিতে চলেছেন মুকুল বাবু। .আর এই নিয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি। জানা যাচ্ছে যেন সভাতেও এই সব মনীষীদের কথা তুলে ধরা হবে। কয়েকদিন ধরে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে একে অপরকে কুৎসিত ভাষায় আক্রমণ।তাই এই ট্রেন্ড চেঞ্জ করতে উঠে পরে লেগেছেন তিনি। শুধু জনসভাতেই নয়,জেলা সফরেও এই মনীষীদের বাণী তুলে ধারা হবে। আর তাই মণীষিদের কাট আউট, ব্যানার, হোর্ডিং লাগানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনার মতামত জানান -