এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breaking সাত সকালে মেগা যোগদান বিজেপিতে, অভিষেকের সভার পরেই বজ্রাঘাত তৃণমূলের!

Big Breaking সাত সকালে মেগা যোগদান বিজেপিতে, অভিষেকের সভার পরেই বজ্রাঘাত তৃণমূলের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইন্ডিয়া জোটের প্রস্তুতিতে যখন সারা ভারত নিয়ে মাথা ঘামাতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই বাংলায় তার দুঃসময় যেন ক্রমশ ঘনিয়ে আসছে। হাতে আর মাত্র দুটো দিন বাকি। তারপরেই ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর সেই উপনির্বাচনের আগেই তৃণমূলকে সজোরে ধাক্কা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন এই বিধানসভার প্রাক্তন বিধায়ক মিতালি রায়।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলের সংসর্গ ত্যাগ করলেন তিনি। আর রবিবার ছুটির দিনে সাত সকালে বিজেপির এই মেগা যোগদান বিজেপিকে যেমন বাড়তি মাইলেজ যোগালো, ঠিক তেমনই চিন্তায় ফেলে দিল তৃণমূল কংগ্রেসকে।সূত্রের খবর, রবিবার হঠাৎ করেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালী রায়। আর তারপরেই বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। যা দেখে কিছুটা হতচকিত হয়ে যান রাজনৈতিক বিশেষজ্ঞরাও।

কেননা এই মিতালী রায় এবার তৃনমূলের টিকিট না পাওয়ার কারণে ক্ষুব্ধ ছিলেন ঠিকই। তবে শনিবার ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও মঞ্চে দেখা গিয়েছিল তাকে। ফলে সেই ঘটনার 24 ঘন্টা কাটার আগেই তৃণমূলের বিরুদ্ধে বিষোদগার করে বিজেপিতে মিতালিদেবীর যোগদান ভোটের আবহে নয়া সমীকরণ সৃষ্টি করবে বলেই মনে করছেন একাংশ।

বিজেপিতে যুক্ত হয়ে মিতালী দেবী অভিযোগ করেন, 2021 এর বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই তৃণমূলে তিনি গুরুত্ব পাচ্ছিলেন না। তাকে কোনো কর্মসূচিতে সেভাবে ডাকা হচ্ছিল না। তাই শেষ পর্যন্ত তিনি বিজেপিতে যুক্ত হলেন। তবে সিংহভাগ মানুষের একটাই প্রশ্ন 24 ঘন্টার কম সময় আগে যে মিতালী রায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় দেখা গিয়েছিল, তিনি হঠাৎ করেই ভোল বদল করলেন কেন!

অনেকে বলছেন, তলায় তলায় সবকিছু প্ল্যান করেই রেখেছিলেন মিতালীদেবী। সঠিক সময় যে তিনি দলকে কুপোকাত করবেন, তা হয়তো তার পরিকল্পনার মধ্যেই ছিল। তাই অভিষেকবাবুর সভার পর সাত সকালে বিজেপিতে যোগদান করে তৃণমূলকে বজ্রের মত আঘাত দিলেন এই প্রাক্তন বিধায়ক।বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই বড় বড় কথা বলুন না কেন, তার ক্যারিশমা বলে কিছু নেই। তার সভামঞ্চে যে মিতালী রায় ছিলেন, সেই তিনিই চলে গেলেন বিজেপিতে।

এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় মিতালী রায়ের নাম পর্যন্ত নিয়েছিলেন সভা মঞ্চে। ফলে কোনো কিছু করেই যে প্রাক্তন বিধায়ককে আটকাতে পারল না তৃণমূল এবং তলায় তলায় তৃণমূল যে ভাঙতে শুরু করেছে, তা ধুপগুড়ি উপনির্বাচনের আগে এই দলবদলের মধ্যে দিয়ে আরও একবার স্পষ্ট হয়ে গেল। তবে শাসক দল অবশ্য বলছে, এতে নাকি তাদের ভোটব্যাঙ্কে কোনো প্রভাব পড়বে না। কি হবে, তা তো সময় বলবে। কিন্তু ভোটের দুদিন আগে প্রাক্তন বিধায়কের বিজেপিতে যোগদান তৃণমূলের কাছে যে গলার কাঁটার মতো বিঁধতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!