এখন পড়ছেন
হোম > জাতীয় > গোবর ও গোমূত্র শক্তিশালী করতে পারে দেশের অর্থনীতিকে-আজব দাবি বিজেপির এই দাপুটে মুখ্যমন্ত্রীর

গোবর ও গোমূত্র শক্তিশালী করতে পারে দেশের অর্থনীতিকে-আজব দাবি বিজেপির এই দাপুটে মুখ্যমন্ত্রীর


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিপূর্বে গরুর দুধের সোনা পাওয়ার কথা বলেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার গরু নিয়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানালেন গোবর-গোমূত্র দিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তোলা যায়।

মধ্যপ্রদেশের ভারতীয় পশুচিকিৎসক সংস্থার দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে বক্তব্য রাখার সময় তিনি জানান যে, গরু ছাড়া অনেক কাজেই এগোনো যায় না। তাই গরু হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ব্যবস্থা যদি করা হয়, তবে গরুর গোবর ও গোমূত্র দিয়ে একটি রাজ্য এমনকি দেশের অর্থনীতিকে শক্তিশালী করে দেওয়া যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী আরও জানান যে, গরুর ক্ষেত্রে নারীরা যদি এগিয়ে আসেন, তবে সফল হওয়া সম্ভব। গোবর, গোমূত্র থেকে কীটনাশক, ওষুধ সহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী তৈরি করা যায়। গরুকে নিয়ে বিভিন্ন প্রকল্পে বিশেষজ্ঞদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। গরু থেকে পাওয়া বিভিন্ন জিনিস থেকে কিভাবে ক্ষুদ্র কৃষক ও ব্যবসায়ীরা লাভবান হতে পারেন, তার কথা বললেন তিনি। তবে, গোবর ও গোমূত্রকে নিয়ে তিনি যে দাবি করেছেন, তার বিরোধিতা করেছেন অনেকেই।

প্রসঙ্গত, গরুকে নিয়ে একাধিক উদ্যোগ নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশেই দেশের মধ্যে প্রথম গো মন্ত্রিসভা তৈরি হয়েছে। এই মন্ত্রিসভায় রয়েছেন ছটি বিভাগের মন্ত্রীরা। দেশের মধ্যে প্রথম গরু অভয়ারণ্য চালু হয়েছে মধ্যপ্রদেশে। গরুর সংখ্যা কিভাবে বাড়ানো যায়? ও গরুকে যাতে সুরক্ষা দেওয়া যায়, তার জন্য নানা রকম চিন্তাভাবনা করছে মধ্যপ্রদেশ সরকার। এই পরিস্থিতিতে গোবর-গোমূত্রকে নিয়ে এবার আজব দাবি করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!