এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > গড় রক্ষায় ব্যর্থ খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ! ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল দলের অন্দরেই

গড় রক্ষায় ব্যর্থ খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ! ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল দলের অন্দরেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে প্রতিষ্ঠা করতে এবং ক্ষমতায় ভরকেন্দ্রতে পৌঁছে দিতে তিনিই ছিলেন সেনাপতি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দায়িত্ব নিয়ে চেষ্টা করেছিলেন, বিভিন্ন জায়গায় বিজেপিকে শক্তিশালী করার। কিন্তু যে লক্ষে পৌছনোর জন্য তিনি দীর্ঘদিন ধরে এইকাজ করে আসছিলেন, সেই লক্ষ্য পূরণ করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। বহু চেষ্টা করেও 200 আসন দখলের স্বপ্ন দেখা গেরুয়া শিবিরের পক্ষে 77 টির বেশি আসন দখল করা সম্ভব হয়নি। অর্থাৎ কোনোরকমে বিরোধী দলের জায়গা দখল করেছে গেরুয়া শিবির।

আর এই পরিস্থিতিতে দলের নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই দলের প্রবীণ নেতা তথাগত রায়ের একটি টুইটকে কেন্দ্র করে ব্যাপক অস্বস্তিতে পড়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তথাগতবাবু নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, বিজেপির বর্তমান নেতাদের জন্য এই পরাজয় ঘটেছে। আর এই পরিস্থিতিতে বিতর্ক উস্কে দিয়ে আরও অস্বস্তিতে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি। যেখানে নিজের খাসতালুকে প্রবল ধাক্কা খেতে হল তাকে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে মেদিনীপুরে প্রার্থী হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে এই জেলার ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে ছিল বিজেপি। শুধুমাত্র খড়্গপুরে এগিয়ে থাকতে পারেনি ভারতীয় জনতা পার্টি। বিধানসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। শুধুমাত্র খড়্গপুরে জয়ী হয়ে কার্যত বিজেপির মুখ রক্ষা করেছেন তারকা হিরণ চট্টোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে যে মেদিনীপুর বিজেপির রাজ্য সভাপতির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে বিজেপির এই ভরাডুবি কেন? এখন তা নিয়েই দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাংশ বলছেন, এটা দলের আত্মপ্রত্যয়ী মনোভাব এবং গোটা বিষয়টি ঠিকমত নজর না দেওয়ার প্রভাব পড়েছে। দল এবার ক্ষমতা দখলের ব্যাপারে কার্যত আত্মপ্রত্যয়ী হয়ে উঠেছিল। কিন্তু বাস্তব যে সম্পূর্ণ ভিন্ন, তা ফলাফল প্রকাশের পরই পরিষ্কার হয়ে গিয়েছে।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, এমনিতেই বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বিজেপির বর্তমান রাজ্য নেতৃত্বকে নিয়ে প্রশ্ন উঠছে। এত কিছু করেও কেন দল ক্ষমতা দখল করতে পারল না, বা তিন অঙ্কের সংখ্যা পার হতে পারল না, তা নিয়ে অনেক নেতারাই একে অপরের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। আর সব থেকে বেশি নাম না হলেও যার দিকে প্রশ্ন ধেয়ে আসছে, তিনি হলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অনেকে বলছেন, দিলীপবাবু বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করার জন্য নিজের কাঁধেই সমস্ত দায়িত্ব তুলে নিয়েছিলেন।

কিন্তু ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে, সেই লক্ষ্যে তিনি পৌঁছতে পারেনিনি। বরঞ্চ যে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, সেখানেই অধিকাংশ বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছে ভারতীয় জনতা পার্টি। তাই এই পরিস্থিতিতে এখন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে নিজের গড় রক্ষা না করতে পারার কারণে দলের অন্যান্য নেতাদের কাছে কটাক্ষ এবং রাজনৈতিক আক্রমণের শিকার হবেন, তা বলাই যায়।

কিন্তু কিভাবে এই গোটা পরিস্থিতিকে সমাল দেবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? নিজের গড় রক্ষা করতে না পারার কারণে ক্রমাগত তাকে দলের ভেতরে যে কথা শুনতে হবে, তা কিভাবে মোকাবিলা করবেন তিনি? এখন সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে গেরুয়া শিবিরের অন্দরমহলে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!