এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  ভোটের পরেও রাজ্যে থাকুক কেন্দ্রীয় বাহিনী! রাজ্যপালের কাছে গিয়ে আর্জি বিজেপি সাংসদের!

 ভোটের পরেও রাজ্যে থাকুক কেন্দ্রীয় বাহিনী! রাজ্যপালের কাছে গিয়ে আর্জি বিজেপি সাংসদের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি অবস্থান রয়েছে নির্বাচন কমিশনের, তা এখনও প্রশ্নের মুখে। বারবার এই ব্যাপারে আদালতে হোঁচট খাচ্ছে কমিশন। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়েই নির্বাচন করাতে হবে। তবে শেষ পর্যন্ত কি হবে, তা কারোরই জানা নেই। আর এই পরিস্থিতিতে দার্জিলিংয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে গুরুত্বপূর্ণ তথ্য পেশ করলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত।

সূত্রের খবর, বর্তমানে দার্জিলিংয়ে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেখানেই তার সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। মূলত, প্রতিটি বুথে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের আর্জি জানান তিনি। শুধু তাই নয়, গত বিধানসভা নির্বাচনে ভোটের পরেও বহু এলাকায় ভোট পরবর্তী সন্ত্রাস লক্ষ্য করা গিয়েছে।

প্রচুর বিজেপি কর্মীরা মারা গিয়েছেন। অনেকে আহত হয়েছেন। তাই এবার যাতে পঞ্চায়েত নির্বাচনের পর সেই পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য নির্বাচনের ছয় সপ্তাহ পর্যন্ত যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে, সেই ব্যাপারেও রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছেন এই বিজেপি সাংসদ।

অনেকে বলছেন, বিজেপি সাংসদের এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা শুধু নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে সম্পন্ন হলেই হবে না। নির্বাচনের পর বিভিন্ন জায়গায় বিরোধী নেতাকর্মীদের ওপর আক্রমণ নেমে আসবে, অতীত অভিজ্ঞতা অন্তত তাই বলছে।

যার ফলে রাজ্যপালের কাছে নির্বাচনের পরেও যাতে কেন্দ্রীয় বাহিনীর রেশ কিছুদিন থাকে, সেই আবেদন জানিয়ে বিরোধী নেতাকর্মীদের সুরক্ষা চেষ্টা করেছেন রাজু বিস্ত। তবে শেষ পর্যন্ত কি হয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে কতটা নির্বাচন সম্ভব হয় রাজ্যে এবং কতদিন সেই কেন্দ্রীয় বাহিনী থাকে বাংলায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!