এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  মমতার মোক্ষম জায়গায় আঘাত শুভেন্দুর! তেলে বেগুন হয়ে একি অবস্থা মুখ্যমন্ত্রীর?

 মমতার মোক্ষম জায়গায় আঘাত শুভেন্দুর! তেলে বেগুন হয়ে একি অবস্থা মুখ্যমন্ত্রীর?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শুভেন্দু অধিকারী খুব ভালোমতই জানেন, আক্রমণ কি করে করতে হয়! আর সেই আক্রমণে কি করে জেরবার করতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে! তাই এই রাজ্যের মাটি থেকে যখন ব্যাঙ্গালোরের রামেশ্বরম বিস্ফোরণ কান্ডে দুই ব্যক্তিকে উদ্ধার করে গ্রেফতার করা হয়েছে, তখন বাংলাকে সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল বলে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর তাতেই তেড়েফুঁড়ে উঠলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, আর দিনহাটায় তৃণমূল প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, “একজন ওদের আছে, যে বলছে, বাংলা সেফ নয়। আরে আমাদের পুলিশ ধরেছে। বাংলা সেফ নয় তো কি, তোদের বিহার সেফ, উত্তরপ্রদেশ সেফ? গুজরাট সেফ?” আর মুখ্যমন্ত্রী যখন এই বক্তব্য রাখছিলেন, তখন তার বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, তিনি শুভেন্দু অধিকারীর কথায় প্রচন্ড রকম রেগে রয়েছেন।

অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা যে ঠিক জায়গায় আঘাতটা দিতে পেরেছেন, সেই ব্যাপারে নিশ্চিত বিরোধীরা। অনেকে বলছেন, উচিত কথা বলেছেন শুভেন্দু অধিকারী। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত রাগ তার ওপর। বাংলা যে নিরাপদ নয়, বাংলা যে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন। তাই ব্যর্থতাকে ঢাকা দিতে শুভেন্দু অধিকারীর আক্রমণের পাল্টা তিনি রনংদেহী হয়ে উঠলেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!