এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অভিষেকের “মিথ্যে” মহকুমা প্রতিশ্রুতি? ভোটে জেতার পরেই তৃনমূলের পর্দাফাঁস! বড় চ্যালেঞ্জ মমতার!

অভিষেকের “মিথ্যে” মহকুমা প্রতিশ্রুতি? ভোটে জেতার পরেই তৃনমূলের পর্দাফাঁস! বড় চ্যালেঞ্জ মমতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির দখলে থাকা ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের শেষ পর্যন্ত জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূলের এই জয়ের পেছনে সবথেকে বেশি যে প্রতিশ্রুতি কাজ করেছে, তা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহাকুমা করার প্রতিশ্রুতি। কিন্তু ভোটে জেতার আগে তো সেই প্রতিশ্রুতি দিয়েছেন বাংলার যুবরাজ। কিন্তু জিতে সেই প্রতিশ্রুতি পালন করতে পারবে তো রাজ্যের তৃণমূল সরকার! এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিরোধী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষদের কাছে। ইতিমধ্যেই সেই প্রশ্নে শান দিয়ে তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন পরাজিত বিজেপি প্রার্থী তাপসী রায়ও।

প্রসঙ্গত, এদিন বিজেপি ভোটে পরাজিত হতেই বাইরে বেরিয়ে আসেন তাপসী রায়। যেখানে তিনি বলেন, “আমি হারব, কখনও ভাবিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মহকুমা ঢপের জন্যই হারলাম।” কিন্তু হঠাৎ করে কেন এই কথা বললেন পরাজিত বিজেপি প্রার্থী? অনেকে বলছেন, বিরোধিতা করার জন্যই তিনি এই কথা বলেছেন। তবে অনেকে আবার বলছেন, এই কথার মধ্যে যথেষ্ট কারণ রয়েছে। কেননা এর আগেও এই মহকুমা করার প্রতিশ্রুতি ধুপগুড়িবাসীকে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি তারা। ফলে এবার ভোটে জিতে সেই জয়ের আনন্দ সেলিব্রেশন করতে করতেই পরবর্তী বিধানসভা ভোট এসে যেতে পারে। মানুষের স্বপ্ন অধরাই থেকে যাবে। তাই যারা প্রকৃত মানুষের কথা বলতে পারত, তাদেরকে হারিয়ে দিয়ে শুধুমাত্র মহকুমা করার প্রতিশ্রুতি দিয়ে নিজেদের জয় আনার চেষ্টা করেছে তৃণমূল বলে দাবি করছেন একাংশ।

বিরোধীদের দাবি, মানুষ তৃণমূলকে জিতিয়েছে। কাজেই এবার মানুষই তৃণমূলের কাছ থেকে তাদের দাবি এবং অধিকার বুঝে নেবে। তৃণমূল প্রার্থীর হয়ে ভোট চাইতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বড় বড় কথা বলেছিলেন। সরকারের কেউ না হয়েও দায়িত্ব নিয়েছিলেন যে, 31 ডিসেম্বরের আগেই তিনি মহকুমা স্বীকৃতি দেবেন ধুপগুড়িকে। ফলে এবার তিনি ভোটে জিতে গিয়েছেন। তাই এখন ধুপগুড়িবাসী তৃণমূলের সেই মহকুমা করার প্রতিশ্রুতি দিকেই তাকিয়ে রয়েছেন। যদি তা না হয়, তাহলে মানুষ আবার আগামী দিনে ভোট বাক্সে তৃণমূলকে মুখের মত জবাব দেবে।

পর্যবেক্ষকদের মতে, ধুপগুড়িতে যেই জিতুক না কেন, লড়াই যে খুব হাড্ডাহাড্ডি হবে, তা জানাই ছিল‌। এমনকি ভোটের গণনার সময়ও কে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসবে, তা নিয়ে সংশয় ছিল সকলের মধ্যেই। তবে চার হাজারের বেশি ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে শেষ পর্যন্ত জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী। কিন্তু এই জয়ের পেছনে যে মূল ফ্যাক্টর কাজ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহকুমা করার প্রতিশ্রুতি, তা স্বীকার করে নিচ্ছে শাসক থেকে বিরোধী সকলেই। তবে সেই প্রতিশ্রুতি কি সত্যিই বিজেপি প্রার্থীর কথা মতো “ঢপ”? আর সেই “ঢপ” এই কি সাধারণ মানুষ বিশ্বাস করে পদ্ম ফুলের বদলে সমর্থন করলেন ঘাসফুলকে! প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!