এখন পড়ছেন
হোম > জাতীয় > চীনা দ্রব্য বয়কট করতে চান? MI-RealMe-এর ঘুম উড়িয়ে খুব অল্প দামে দুর্দান্ত স্মার্টফোন আনল Lava

চীনা দ্রব্য বয়কট করতে চান? MI-RealMe-এর ঘুম উড়িয়ে খুব অল্প দামে দুর্দান্ত স্মার্টফোন আনল Lava


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একটা সময় ভারতের বাজার পুরো ছেয়ে যায় বিভিন্ন দামের চায়না মোবাইলে। কম দাম থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জে পাওয়া যায় চায়না মোবাইল। কিন্তু এবার ভারতের বুক থেকে চীনা দ্রব্য বয়কটের ডাকে বিপদে পড়তে চলেছে এমআই, রিয়েল মির মত বিখ্যাত মোবাইল কোম্পানিগুলি। কারণ এই দুই মোবাইল কোম্পানি চীনা স্মার্টফোন নির্মাণকারী সংস্থার অন্তর্গত। আর তাই এমআই এবং রিয়েল মির মতো চীনা মোবাইলকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের বাজারে তাঁদেরকে টেক্কা দিতে এবার লড়াইতে নামছে ভারতীয় মার্কেটে তৈরি লাভা মোবাইল কোম্পানি।

সম্প্রতি লাভা ভারতের বাজারে নিয়ে এসেছে 7777 টাকার একটি দারুন স্মার্ট ফোন- লাভা Z66। এই স্মার্টফোনটিতে থাকবে 6.08 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। 1560 x 720 থাকবে স্ক্রিন রেজুলেশন। অন্যদিকে 2.5 ডি কার্ভড স্ক্রিন পাওয়া যাবে এই মোবাইলে। তার সাথে 3 জিবি র‍্যাম এবং 32 জিবি স্টোরেজ। তবে তাতে চিন্তা নেই, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে 128 জিবি পর্যন্ত। এই ফোনটি স্টক অ্যান্ড্রয়েডের সুবিধাপ্রাপ্ত বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই ফোনটিতে থাকবে একটি 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। তার সাথে 50 এমএইচ ব্যাটারি, যার ফলে প্রায় 16 ঘণ্টা কথা বলা যাবে এই ফোনে। ফোনের সুরক্ষার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক থাকবে। ফোনটি অনলাইনে পাওয়া যাবে অ্যামাজন এবং ফ্লিপকার্টে। অন্যদিকে শোনা যাচ্ছে, আগামী 6 মাসের মধ্যেই মোবাইল গবেষণা এবং উন্নয়ন নকশা এবং উৎপাদন চীন থেকে সরিয়ে লাভা সংস্থা ভারতে আনতে চলেছে। তার কারণ গত মাসের সরকার ঘোষিত প্রোডাকশন লিংক ইন্সেন্টিভস স্কিমের সুবিধা।

প্রসঙ্গত জানা গেছে, লাভা মোবাইল ফোন রপ্তানি হয় বেশিরভাগ মেক্সিকো, আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়ার মত বাজারগুলিতে। তবে এবার ভারতের বাজার ধরার লক্ষ্যে কুড়ি শতাংশ বেশি উৎপাদন ক্ষমতা নিয়ে নয়ডায় লাভা তার উৎপাদন কেন্দ্রের কাজ শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, ভারতের বাজার ধরতে এবং চীনা কোম্পানিগুলিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে কম পয়সায় যেভাবে লাভা মোবাইল কোম্পানিটি বিশেষ সুবিধা সহ সাধারণ মানুষের হাতে মোবাইল তুলে দিচ্ছে, তা যথেষ্ট প্রশংসনীয়। অন্যদিকে মনে করা হচ্ছে, ভারতের বুকে এই কোম্পানির উৎপাদন কেন্দ্র থাকায় অনেক বেশি বাজার ধরার সুবিধা পাবে লাভা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!