এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কোচবিহারে এবারেও পদ্মফুল, হেরে ভূত হবেন মমতার প্রার্থী! তাই কি এহেন আক্রমণ?

কোচবিহারে এবারেও পদ্মফুল, হেরে ভূত হবেন মমতার প্রার্থী! তাই কি এহেন আক্রমণ?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যতই কোচবিহারে সভা করুন মমতা বন্দ্যোপাধ্যায়, দিনের শেষে রায় কি হতে চলেছে, সেটা হয়ত তিনি এখন থেকেই আঁচ করতে পারছেন। আর সেই কারণেই মঞ্চ থেকে এমন কিছু কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যা সত্যিই তার কাছ থেকে অন্তত শোভা পায় না। তিনি নাকি মোদির বিরুদ্ধে লড়বেন! অথচ কোচবিহারে আজ দলীয় সভা থেকে মোদীর প্রার্থী নিশীথ প্রামাণিককে আক্রমণ করতে গিয়ে তাকে গুন্ডা বলে বসলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, আজ দিনহাটায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই নাম না করে কোচবিহারের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলতে শোনা যায় তাকে। তৃণমূল নেত্রী বলেন, “এখানে যিনি প্রার্থী হয়েছেন, তিনি একজন গুন্ডা। মহিলাদের সম্মানহানী করে। বাড়িতে মা-বোনেদের অসম্মান করে এনআইকে ঢুকিয়ে দেয়। এর বিরুদ্ধে অনেক কেস রয়েছে। সব তালিকা আমার কাছে আছে।”

একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যেই স্পষ্ট যে, তিনি রুচিহীন মন্তব্য করে বুঝিয়ে দিচ্ছেন যে, কোচবিহার এবার তৃণমূলের কাছে কতটা শক্ত আসন। এখানে গতবারও বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন। এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণ প্রমাণ করে দিচ্ছে যে, কোচবিহারে ফুটতে চলেছে পদ্মফুল। স্বাভাবিকভাবেই মোদির বিরুদ্ধে লড়া তো অনেক পরের কথা, কোচবিহারে আগে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে লড়ে নিজের দলীয় প্রার্থীকে জিতিয়ে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে তিনি বড় বড় কথা বলবেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!