এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “ক্ষমতায় এলে সৌরভের কোমরে দড়ি পরাব”, “দীলিপবাবু একজন অশিক্ষিত ও মস্তান” – শুরু তীব্র তরজা

“ক্ষমতায় এলে সৌরভের কোমরে দড়ি পরাব”, “দীলিপবাবু একজন অশিক্ষিত ও মস্তান” – শুরু তীব্র তরজা

বঙ্গ রাজনীতিতে বাকযুদ্ধ যেন দিনকে দিন অশালীন হয়ে যেতে শুরু করেছে। কুকথার রেওয়াজ যেন থামছে না কিছুতেই। রাজনৈতিক বক্তব্য অপেক্ষা সব দলের নেতারাই একে অপরের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে ব্যক্তিগত কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগ করছেন। আর এবার উত্তরবঙ্গের হেভিওয়েট তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী বনাম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তরজা চরম আকার ধারণ করল।

সূত্রের খবর, মঙ্গলবার আলিপুরদুয়ারের জলেনেশ্বরী হাইস্কুলের মাঠে একটি সভা করেন বিজেপি রাজ্য সভাপতি। আর সেখান থেকেই বিভিন্ন ইস্যুতে তৃণমূল ও সৌরভ চক্রবর্তীকে কটাক্ষ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, “জম্মু কাশ্মীরের 370 ধারা বিলোপে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যে ভাষায় কথা বলছেন, সেই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধী কথা বলছেন। নোট বাতিলের সিদ্ধান্ত তৃণমূল আটকাতে পারেনি। তাই পশ্চিমবঙ্গে এনআরসিকেও কেউ আটকাতে পারবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজ্যে দুর্ঘটনায় কেউ মারা গেলে তৃণমূল এনআরসি আতঙ্কে সে মারা গিয়েছে বলে দাবি করছে। কিন্তু এনআরসিতে এই রাজ্যে কেউ মারা গেলে তার জন্য দায়ি থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেও এদিন জানিয়ে দেন দিলীপ ঘোষ। আর এরপরই আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তীকে আক্রমণ করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “টি অ্যাডভাইজারি বোর্ডে চেয়ারম্যান থাকার সময় সৌরভ চক্রবর্তী অনেক অনিয়ম করেছেন। আমরা ক্ষমতায় এলে সৌরভের কোমরে দড়ি পড়াব।”

আর রাজনৈতিক মহলের এখানেই প্রশ্ন, এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির কোমরে দড়ি পড়াবেন বলে জনসভা থেকে তাকে প্রবল আক্রমণ করেছিলেন। যা নিয়ে তীব্র সমালোচনা করেছিল বিজেপি। কিন্তু এবার বিজেপি রাজ্য সভাপতি সেই একই মন্তব্য করে তৃণমূলের নেতাকে আক্রমণ করায় তাদের কি শালীনতার মাত্রা ছাড়ালো না? এদিকে দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পরই তা নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেন আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী।

এদিন তিনি বলেন, “উনি হয়ত জানেন না টি অ্যাডভাইজারি বোর্ডের জন্য 100 কোটি টাকা শ্রমদপ্তরে পড়ে আছে। টি অ্যাডভাইজারি বোর্ডের কোনো অ্যাকাউন্ট নেই। দীলিপবাবু একজন অশিক্ষিত ও মস্তান। তাই উনি কি বললেন, তাতে কিছু যায় আসে না।” সব মিলিয়ে দিলীপ ঘোষ বনাম সৌরভ চক্রবর্তী তরজায় সরগরম উত্তরবঙ্গের মাটি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!