আমরা সব ধর্মকে সম্মান করি, এখন রাজনীতি করার সময় নয়! দিলীপ ঘোষকে তীব্র তোপ ফিরহাদ হাকিমের! অন্যান্য কলকাতা রাজ্য August 4, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – টানা লকডাউন হওয়ায় মানুষ এমনিতেই সমস্যায় রয়েছে। তাই এই পরিস্থিতিতে আগস্ট মাসে যখন করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে, তখন বেশ কিছুদিনকে বেছে নিয়ে যাতে লকডাউন করা যায়, তার জন্য সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে আগামী 5 আগস্ট রাজ্য সরকারের পক্ষ থেকে লকডাউনের দিন হিসেবে বাছা হলেও তার চরম বিরোধিতা করেছে ভারতীয় জনতা পার্টি। যেখানে 5 তারিখ রাম মন্দিরের ভূমি পুজো হবে, সেখানে লকডাউন করে রাজ্য সরকার খারাপ কাজ করছে বলে দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকি আগামী 5 আগস্ট লকডাউন তুলে নেওয়ার সপক্ষেও বক্তব্য রাখতে দেখা গেছে তাকে। তবে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একথা বললেও, এবার তার পাল্টা জবাব দিয়ে সেই দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সূত্রের খবর, এদিন রাজ্যের পুরমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে করোনা আক্রান্ত। তার দ্রুত সুস্থতা কামনা করেই বলি, সারা ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। রাজ্যেও তা বাড়ছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তাই বাংলার সরকার মানুষের সুবিধার্থে এই লকডাউন করেছে। কারণ সরকার চাইছে, রাজ্যের সব মানুষ নিরাপদে থাকুন। তার জন্যই লকডাউনের ঘোষণা করা হয়েছে। এটা নিয়ে রাজনীতি না করাই ভালো।” তিনি আরো বলেন, “আমরা সমস্ত ধর্মকে সম্মান করি। তার সাথে লকডাউনের কোনো সম্পর্ক নেই।” অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি রাম মন্দিরের ভূমিপুজোর দিন কেন লকডাউন করা হল, তা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেও, এদিন ফিরহাদ হাকিম তার বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে, এই লকডাউন করার মধ্যে কোনো ধর্মের বিরোধীতা করার অর্থ খোঁজা বৃথা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে রাম মন্দিরের ভূমিপুজোর দিন লকডাউন করা নিয়ে কটাক্ষ করে মানুষের মনে ঘাসফুল শিবির সম্পর্কে বীতশ্রদ্ধ মনোভাব তৈরীর প্রয়াস চালাচ্ছিলেন। কিন্তু এদিন দিলীপ ঘোষের সেই মন্তব্যকে কার্যত কটাক্ষ করে “তারা সব ধর্মকে সম্মান করেন” বলে জানিয়ে দিয়ে পাল্টা যুক্তি খাড়া করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সব মিলিয়ে লকডাউনকে কেন্দ্র করে দিলীপ ঘোষ বনাম ফিরহাদ হাকিমের তরজা কার্যত জমে উঠেছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। আপনার মতামত জানান -