এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > হিন্দু সন্ন্যাসীর সঙ্গে ন্যাক্কারজনক আচরণের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপি হেভিওয়েটরা, তীব্র চাঞ্চল্য

হিন্দু সন্ন্যাসীর সঙ্গে ন্যাক্কারজনক আচরণের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপি হেভিওয়েটরা, তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সম্প্রতি রামপুরহাটে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীকে জোর জবরদস্তি মদ খাওয়ানোর অভিযোগে উত্তাল এলাকা। পাশাপাশি এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রঙ। গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই ঘটনার উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত জানা গিয়েছে, বুধবার গভীর রাতে রামপুরহাট পুরসভার 18 নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের বাইরে চিৎকার শুনতে পেয়ে বের হন আশ্রমের এক সন্ন্যাসী। সে সময় কয়েকজন যুবককে তিনি আশ্রম প্রাঙ্গণে বসে মদ্যপান করতে দেখেন। এই দৃশ্য দেখে সন্ন্যাসী যুবকদের বাধা দেয় আশ্রম প্রাঙ্গণে বসে মদ্যপান করতে। আর তখনই অভিযুক্ত যুবকেররা সন্ন্যাসীর ওপর চড়াও হয়ে তাঁকে মারধর করে।

এমনকি তাঁর মুখে জোর করে মদ ঢেলে দেওয়া হয় বলেও জানা যাচ্ছে। সন্ন্যাসী চিৎকার করে উঠলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে সাথে সাথে পালিয়ে যায়। কিন্তু সন্ন্যাসীকে ক্রমাগত প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ শোনা যাচ্ছে। ইতিমধ্যে ঘটনাটি নিয়ে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন ঐ সন্ন্যাসী। অন্যদিকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা ও ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীসহ একাধিক বিজেপি ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ায় ক্ষভ উগড়ে দিয়েছেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীর সঙ্গে এহেন আচরণ অত্যন্ত লজ্জার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত তিনি এই রাজ্যের হিন্দুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি প্রতিবাদ জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি যে এই ঘটনায় স্তম্ভিত ও মর্মাহত হয়েছেন, তা জানিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অন্যদিকে ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী এই ঘটনার প্রতিবাদে জানিয়েছেন, রাজ্যে গেরুয়া বসনধারীরাও আক্রান্ত হচ্ছেন। তাঁদের নিরাপত্তার প্রয়োজন রয়েছে। সবমিলিয়ে রামপুরহাট পুরসভায় রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সন্ন্যাসীর সঙ্গে এই ঘটনার প্রতিবাদে সরব গেরুয়া শিবির। অন্যদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের পক্ষ থেকে জানানো হয়েছে, রামপুরহাট থানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো স্পষ্ট নয়। পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং সন্ন্যাসীর নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। যদিও এই ঘটনার সাথে অভিযুক্ত হিসেবে তৃণমূল দুষ্কৃতীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। তবে এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই এলাকার মানুষরাও ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। পুলিশ অবশ্য ইতিমধ্যেই খোঁজ চালাতে শুরু করেছে অভিযুক্তদের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!