এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিবিআই নিয়ে বড়সড় প্রশ্ন! আদালতের রায় প্রসঙ্গে কৌশলী চন্দ্রিমা!

সিবিআই নিয়ে বড়সড় প্রশ্ন! আদালতের রায় প্রসঙ্গে কৌশলী চন্দ্রিমা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- এর আগেও একাধিকবার পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়েছে। এক্ষেত্রে বারবার সিবিআই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করে বলে অভিযোগ করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। নির্বাচন আসলেই বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করতে এই সিবিআইকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি বলেও নানা সময় অভিযোগ উঠেছে।

কিন্তু সম্প্রতি পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার মামলায় রায়দান করে গোটা বিষয়ে তদন্তভার সিবিআইয়ের হাতেই দিয়েছে কলকাতা হাইকোর্ট। যার ফলে কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে গিয়েছে ঘাসফুল শিবির। তবে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি রাজ্য সরকারকে। কিন্তু বিভিন্ন সময়ে সিবিআইয়ের ওপর তদন্ত প্রক্রিয়া যাওয়াতে যে তারা খুশি নয়, তা বুঝিয়ে দিচ্ছেন একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। আর এবার গোটা বিষয়ে কৌশলী মন্তব্য করে সিবিআই নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

সূত্রের খবর, এদিন মাদ্রাজ হাইকোর্টের একটি রায়কে হাতিয়ার করে এই ব্যাপারে মন্তব্য করেন চন্দ্রিমা ভট্টাচার্য। যেখানে তিনি বলেন, “আমি হাইকোর্টের রায় নিয়ে কিছু বলছি না। কিন্তু এটুকু বলছি যে, মাদ্রাজ হাইকোর্ট বলেছে, সিবিআই হচ্ছে খাঁচাবন্দি তোতাপাখি। তাই এই নিরপেক্ষ সংস্থাকে তার মত করে কাজ করতে দিতে হবে।” অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য আদালতের রায় প্রসঙ্গে বিরোধিতা করলেও, সিবিআইয়ের ওপর তদন্তভার যাওয়াতে যে তা প্রভাবিত হতে পারে, তা নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন‌। এক্ষেত্রে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যদি তিনি মন্তব্য করেন, তাহলে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠতে পারে। তাই সেই পথে না গিয়ে সিবিআইয়ের ভূমিকা নিয়ে একসময় মাদ্রাজ হাইকোর্টের করা মন্তব্যকে হাতিয়ার করে প্রশ্ন তুলে দিলেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার অভিযোগ করেছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সেই অভিযোগকে মান্যতা দেওয়া হয়নি। তবে সম্প্রতি এই ব্যাপারে আদালতের রায় প্রকাশ হয়েছে। যেখানে গোটা ব্যাপারে রাজ্যের অস্বস্তি বাড়িয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আর অতীতে বারবার সেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলা তৃণমূল যে আদালতের রায়ে খুব একটা সন্তুষ্ট হবে না, সেই ব্যাপারে নিশ্চিত ছিল একাংশ। আর এই ব্যাপারে কৌশলী মন্তব্য করে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সতীর্থ। যা রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!