এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > যুবরাজের সভার আগে বোমাবাজি – মহিলা নিগ্রহে উত্তপ্ত ‘বোমার কুটিরশিল্পের’ খাসতালুক

যুবরাজের সভার আগে বোমাবাজি – মহিলা নিগ্রহে উত্তপ্ত ‘বোমার কুটিরশিল্পের’ খাসতালুক

কিছুদিন আগেই দক্ষিণ 24 পরগনার প্রশাসনিক বৈঠকে এসে এখানকার বোমা মজুত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই ব্যাপারে পুলিশ প্রশাসনকে আরও সতর্ক হবারও নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু নির্দেশই সার।

এবার দক্ষিণ 24 পরগনা মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল যুব কংগ্রেসের ইউসুফ আনসারির বাড়িতে বোমা মারার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। আর যুব অনুগত তথা প্রধানের বাড়িতে বোমা পড়ার ঘটনায় পাল্টা সেই যুবনেতার অনুগামীদের বিরুদ্ধে শাসক দলের মূল সংগঠনের অনেক নেতার বাড়িতে ভাংচুরের অভিযোগ তোলা হয়েছে। আর যা নিয়ে এখন তীব্র সরগরম সেই এলাকা।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় প্রধান তথা তৃণমূল যুব নেতা ইউসুফ আনসারির নেবুখালির বাড়িতে বোমা পড়ার আওয়াজ পাওয়া যায়। আর এই ঘটনার পরই নেবুখালির তৃণমূলের মন্টু গাজীর অনুগামী হাসানুজ্জামান সর্দার, কামারুজ্জামান সর্দার সহ 8 থেকে 10 জনের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে সেই প্রধান ইউসুফ আনসারির অনুগামীদের বিরুদ্ধে।

তবে কোথাও কারও ওপর হামলা চালানো হয়নি বলে পাল্টা সেই সমস্ত অভিযোগ অস্বীকার করে নিয়েছেন যুব শিবিরের নেতারা। কিন্তু স্থানীয় প্রধান তথা যুব নেতা ইউসুফ আনসারির বিরুদ্ধে এই মূল সংগঠনের নেতাদের বাড়ি ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ এনে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মন্টু গাজী এদিন বলেন, “প্রধানের জন্যই এই ঘটনা ঘটেছে। আমাদের দুজন সমর্থককে জোর করে আটক করেছে পুলিশ। গভীর রাতে বোমা গুলি কি করে প্রধানের বাড়িতে কেউ বা কারা মারতে গেল, এটা বিশ্বাসযোগ্য ঘটনাই নয়।”

জানা যায়, এদিন যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি হিসেবে যুব ও তৃণমূলের মূল সংগঠন আলাদা করে প্রস্তুতি নিচ্ছিল। তারপরই হঠাৎ প্রধানের বাড়িতে বোমা আওয়াজ হওয়ার পরই সংগঠনের মূল কর্মীদের বাড়িতে হামলার খবর আসতে থাকে। আর যা এক নিয়ে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ ওগড়াতে শুরু করেছেন দু’পক্ষই। বিষয়টি জেলা সভাপতির নজরে আনা হবে বলে জানিয়েছেন তৃণমূলের সেই মন্টু গাজি।

এদিন এই প্রসঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা সাংসদ শুভাশিস চক্রবর্তী বলেন, “ঘটনাটি আমার নজরে এসেছে প্রধানের বাড়ির বাইরে একটা বোমা ফেটেছে বলে জানতে পেরেছি। তবে কারও বাড়ি ভাঙচুর করা হয়নি।” সব মিলিয়ে এবার ফের দক্ষিণ 24 পরগনা তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই বোমা ফাটাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!