এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শিখের পাগড়ি টেনে খুলেছে, গোল টুপি হলে পারত না তীব্র আক্রমনে মমতার পুলিশকে তুলোধোনা দিলীপের

শিখের পাগড়ি টেনে খুলেছে, গোল টুপি হলে পারত না তীব্র আক্রমনে মমতার পুলিশকে তুলোধোনা দিলীপের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বৃহস্পতিবার ৭ দফা দাবি নিয়ে নবান্ন ঘেরাও কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য বিজেপি। এর ফলে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছিল কলকাতায়। পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে বিজেপি কর্মীদের। সেদিন বিজেপির মিছিল থেকে নামে বলবিন্দর সিং নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের অভিযোগ, তাঁর কাছে আগ্নেয়াস্ত্র ছিল। বলবিন্দর সিং এর গ্রেপ্তারী নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

পুলিশের বাঁধার কারণেই গত বৃহস্পতিবার নবান্নে পৌঁছাতে পারেনি বিজেপি। দিনপর তান্ডব করেও ফিরে যেতে হয়েছিল তাদের। সেদিন হাওড়া ময়দান থেকে বলবিন্দর সিং নামের এক ব্যক্তির পিছনে ধাবিত হয় পুলিশ। এরপর তিনি রাস্তায় পড়ে গেলে, তাঁর কাছ থেকে পুলিশ উদ্ধার করে একটি আগ্নেয়াস্র। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজ্য বিজেপির দাবি তাঁর কাছে পাওয়া আগ্নেয়াস্রটির লাইসেন্স আছে। কিন্তু হাওড়া সিটি পুলিশের বক্তব্য, তার কাছে যে আগ্নেয়াস্রটি আছে, তার লাইসেন্স দিয়েছিলেন জম্মু-কাশ্মীরের রাজৌরির জেলাশাসক। তাই এটি সেই জেলার বাইরে নিয়ে যাওয়া আইনত নিষিদ্ধ। জম্মু-কাশ্মীর থেকে সম্পূর্ণ বেআইনি ভাবে তিনি এটি পশ্চিমবঙ্গে এনেছেন বলে পুলিশের দাবি। যদিও বলবিন্দর সিং পুলিশের এই অভিযোগ অস্বীকার করেছেন সম্পূর্ণভাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলবিন্দর সিং এর গ্রেফতার এর বিরুদ্ধে সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ । বর্ধমানে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তিনি জানালেন যে, বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডের দেহরক্ষী হলেন বলবিন্দর সিং। একজন দেহরক্ষীকে এভাবে গ্রেফতার করা ও তাঁর বিরুদ্ধে কেস দেওয়া সম্পূর্ণ ভাবে বেআইনিভাবে বলে তাঁর দাবি। সেই সঙ্গে পুলিশের তাঁকে মারার বিষয়টিও নিন্দনীয় বলে তাঁর অভিযোগ।

এরপরই পুলিশের প্রতি তাঁর তোপ ধ্বনি, ” আমি চ্যালেঞ্জ করছি পুলিশকে যদি গোল টুপি মাথায় থাকত তবে মারতে পারত? একজন শিখ বলে পাগড়ি খুলে দিয়েছে। যারা বিশেষ সুবিধাপ্রাপ্ত তাদের লাথি খেয়ে শান্তিমিছিল করে। আমরা আইন মানি বলেই এসব হচ্ছে। এসব অগণতান্ত্রিক এবং তোষণের রাজনীতি। ”

বিভিন্ন রাজনৈতিক মহলের মতে বলবিন্দর সিং এর গ্রেফতারি নিয়ে পুলিশের বিরুদ্ধে বক্তব্য দানের মাধ্যমে ধর্মীয় মেরুকরনের তাস খেলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে তাঁর গ্রেপ্তারির প্রতিবাদ জানিয়েছেন অনেকেই। হরভজন সিং এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন টুইটে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অরবিন্দ সিংও বলবিন্দর সিংয়ের এই গ্রেপ্তারির বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছেন। প্রসঙ্গত, রাজ্য পুলিশের বিরুদ্ধে ইতিপূর্বেও বিজেপি একাধিকবার অভিযোগ তুলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!