এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির উল্টোপথে হেঁটে জিন্না নিয়ে বিস্ফোরক দাবি চন্দ্রকুমার বসুর, তুঙ্গে জল্পনা

বিজেপির উল্টোপথে হেঁটে জিন্না নিয়ে বিস্ফোরক দাবি চন্দ্রকুমার বসুর, তুঙ্গে জল্পনা


আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্যে হাতে বেশি দিন সময় নেই। এই স্বল্প সময়কে পুঁজি করে সবদিক গুছিয়ে যখন বিজেপি দল নির্বাচনী লড়াইয়ে নামার রসদ জোগাড়ে ব্যস্ত ঠিক তখনই নানান বিতর্কিত মন্তব্য করে দলের সমস্যা বৃদ্ধি করলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি চন্দ্রকুমার বসু।

প্রসঙ্গত সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের সাথে তরজার জেরে সোস্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার সেখানেই রাজকুমার দাশগুপ্ত নামক জনৈক ব্যক্তির প্রশ্নের জবাবে  জানালেন যে, মহম্মদ আলি জিন্নাহ ১৯৪০ সাল পর্যন্ত হিন্দু-মুসলিম ঐক্যের একজন কারিগর ছিলেন। সেই জিন্নাহ যখন টের পেলেন স্বাধীন ভারতে মুসলিম লিগ ক্ষমতার ভাগ পাবেন না, তখন তিনি লাহোর কংগ্রেসে পাকিস্তান প্রস্তাব উত্থাপন করেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রব্লেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

নেতাজী প্রপৌত্র তাঁর ফেসবুক পোস্টে আরোও দাবি করলেন যে ঐ সময় কংগ্রেস মুসলিমদের এক ঘরে করে দিয়েছিলো। এখানেই শেষ নয় নিজেদের একমাত্র হিন্দুত্ববাদী পার্টি বলে দাবি করা বিজেপি দলকে পর্যুদস্ত করে চন্দ্র বসু লেখেন, ওই সময় কংগ্রেস আসলে একটি হিন্দু পার্টি ছিল। দেশের পৃথক বর্ণের মানুষদের জন্যে প্রতিনিধিত্ব করতো না কংগ্রেস। দলের একজন রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ নেতার এহেন মন্তব্যে  প্রাক নির্বাচনী প্রস্তুতির সময়ে স্বভাবতই বেশ চাপের মুখে বিজেপি দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!