এখন পড়ছেন
হোম > জাতীয় > আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী, বাংলা ও ওড়িশা নিয়ে বড় ঘোষণা অমিত শাহর – জানুন বিস্তারিত

আসন্ন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী, বাংলা ও ওড়িশা নিয়ে বড় ঘোষণা অমিত শাহর – জানুন বিস্তারিত

আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মী-সমর্থকদের আরও উজ্জীবিত করতে এক অভিনব পন্থা নিয়েছে কেন্দ্রের শাসকদল বিজেপি। নিজের বাড়িতে বিজেপির পতাকা উত্তোলন করে তার সঙ্গে নিজের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ‘মেরা পরিবার – ভাজপা পরিবার’ বলে পোস্ট করতে হবে। বিজেপি দাবি করে বিশ্বের সবথেকে বেশি জনসমর্থনের রাজনৈতিক দল তাদেরই। আর তাই, আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের কর্মীদের মধ্যে একতা বাড়াতে এই অভিনব উদ্যোগ।

আর সেই উদ্যোগকে সামনে রেখে আজ গুজরাটে এক কর্মিসভায় উপস্থিত হন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে তিনি আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা, বাংলা ও ওড়িশা নিয়ে বড়সড় ঘোষণা করেন। অমিত শাহ স্পষ্ট জানান, ২০১৯-এর লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ভারত ক্রমশ ‘গ্লোবাল সুপার পাওয়ার’ হওয়ার দিকে এগোচ্ছে। সেখানে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অমিত শাহ আরও বলেন, আমি রাজনৈতিক কাজে সারা ভারতবর্ষ ঘুরেছি এবং দেখেছি সাধারণ মানুষ কিভাবে নরেন্দ্র মোদির নেতৃত্বের উপর আস্থা রাখছেন। কিভাবে নরেন্দ্র মোদিকে দুহাত ভোরে সমর্থন করছেন। তবে, আমাকে অনেক বিজেপি কর্মীই ‘মহাগঠবন্ধন’ নিয়ে প্রশ্ন করছেন – আমি তাঁদের জিজ্ঞাসা করতে চাই – ওই জোটের নেতা কে? আমরা জানি এনডিএ জোটের নেতার নাম নরেন্দ্র মোদী এবং নির্বাচনে জিতলে তিনিই প্রধানমন্ত্রী হবেন। কিন্তু, কেউ বলতে পারবেন ওই জোটের নেতা কে বা প্রধানমন্ত্রী মুখ কে?

অমিত শাহ আরও জানান, তাই আমি সকলকে নিশ্চিন্ত করতে চাই – জনগনের মনেও এই একই প্রশ্ন ঘুরছে, মহাজোটের মুখ কে? আমি সাধারণ মানুষের চোখে যা ভালোবাসা দেখেছি – তাতে নিশ্চিন্ত উত্তরপ্রদেশে গতবারের থেকে একটি আসন হলেও বাড়বে, একটি আসনও কমবে না। তাছাড়া, যাঁরা জোট করেছেন তাঁরা সবাই রাজ্যস্তরের নেতা – দেবেগৌড়া গুজরাটে, মমতা ব্যানার্জী মহারাষ্ট্রে বা অখিলেশ যাদব কেরালাতে গিয়ে প্রচার করলে – কি পার্থক্য হবে? একইসাথে আমি নিশ্চিত করতে চাই, বাংলা ও ওড়িশাতে বিজেপি এবার তাক লাগানো ফল করবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!