এখন পড়ছেন
হোম > জাতীয় > নির্বাচন আসুক, মানুষ আপনাদের উত্তর দেবেন – করোনা পরিস্থিতিতে বিরোধীদের বার্তা মমতার

নির্বাচন আসুক, মানুষ আপনাদের উত্তর দেবেন – করোনা পরিস্থিতিতে বিরোধীদের বার্তা মমতার

প্রথমদিকে আশা করা হয়েছিল, করোনার মত ভয়াবহ মহামারী রোগ নিয়ে অন্তত রাজনীতি হবে না। কিন্তু যত দিন যাচ্ছে, ততই প্রকাশ্যে চলে আসছে এই ভয়াবহ মহামারী রোগ নিয়েও শাসক বনাম বিরোধী রাজনীতি। ইতিমধ্যেই ঘটনায় প্রকৃত তথ্য চেপে যাওয়া থেকে শুরু করে রেশনে দুর্নীতি বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো যার ফলে প্রবল চাপে পড়েছে রাজ্যের শাসক দল।

শুধু বিরোধীদের পক্ষ থেকেই নয়, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও প্রতিনিধিদল পাঠিয়ে রাজ্যের বেশ কিছু জায়গা চিহ্নিত করে উদ্বেগজনক বলে জানানো হয়েছে। আর একদিকে করোনা পরিস্থিতি আর অন্যদিকে বিভিন্ন জায়গায় লকডাউনকে মান্যতা দিতে গিয়ে পুলিশের ওপর আক্রমণ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

আর এহেন অবস্থায় সরকারের উদ্দেশ্যে বিরোধীদের আক্রমণ দিনকে দিন বাড়ছে। এবার বিরোধীদের সেই সমস্ত প্রশ্নের জবাব দিলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বুধবার সাংবাদিক বৈঠকে বিরোধীদের বিরুদ্ধে ভোটের রাজনীতি করার অভিযোগ তুললেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “এখানে সকাল থেকে সন্ধ্যা শুধু রাজ্য সরকারকে কোণঠাসা করার চেষ্টা চলছে। শকুনের মতো বসে আছে। সোশ্যাল মিডিয়া করুন। আনসোশ্যাল করবেন না। টিকিয়াপাড়ায় কি হয়েছে, তা নিয়ে বেদ-বেদান্ত করছেন। কালিমালিপ্ত করার চেষ্টা চলছে‌। সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে। আমি গ্রেফতার করি না। আপনাদের ছেড়ে রেখেছি। বিজেপির কথা শুনে একতরফা প্রচার করা হচ্ছে।”

আর এরপরই বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখন তো নির্বাচন নেই যে আপনারা মাঠে নেমে পড়েছেন। নির্বাচন আসুক, মানুষ আপনাদের উত্তর দেবে। পারলে সাফাই কর্মীদের সঙ্গে ঝাড়ু হাতে রাস্তায় নামুন। রাস্তা পরিষ্কার করুন। হাসপাতাল পরিষ্কার করুন। রোগীর পাশে দাঁড়ান। চিকিৎসা কর্মীদের পাশে দাঁড়ান।” অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কথা বলে বিরোধীদের বুঝিয়ে দিলেন যে, তার সরকারের বিরুদ্ধে বিরোধীরা যে সমস্ত আক্রমণ চালাচ্ছে, তাতে তিনি মোটেই খুশি নন। এদিন বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি কথা দিচ্ছি করোনা পরিস্থিতির মধ্যে আমি কোনো রাজনীতি করব না। আমি তা করতে চাই না। কিন্তু আপনাদেরও কথা দিতে হবে, আপনারা কোনো রাজনীতি করবেন না।”

বিশেষজ্ঞরা বলছেন, মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে এদিন আক্রমণ শানালেও কিছু কিছু ঘটনা সরকারের বিরুদ্ধে বিরোধীদের নতুন হাতিয়ার তুলে দিয়েছে। যেমন, রেশনের ত্রানে দুর্নীতি থেকে শুরু করে কলরব পরিস্থিতিতে সরকার ব্যর্থ এই অভিযোগ তুলে সরব বিরোধীরা‌। একাংশের মতে, সরকারের গঠনগত বিরোধিতা করায় বিরোধীদের কাজ। কিন্তু সে ক্ষেত্রে বিরোধীরা যদি সেই গঠনগত বিরোধিতা করতে ভুলে যায়, তাহলে নিঃসন্দেহে সরকারের বিড়ম্বনা বাড়ে।

অন্যদিকে সরকার বিরোধীদের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে যদি তা দমানোর চেষ্টা করে, তাহলে পরিস্থিতি বেগতিক হয়ে উঠতে পারে। যা বর্তমানে রাজনীতিতে শাসক-বিরোধী তরজায় পরিণত হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!