এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাইস মিল থেকে পাচার হচ্ছে চাল! বিস্ফোরক অভিযোগ, জোর চাঞ্চল্য!

রাইস মিল থেকে পাচার হচ্ছে চাল! বিস্ফোরক অভিযোগ, জোর চাঞ্চল্য!


করোনা পরিস্থিতি মোকাবিলায় গোটা দেশজুড়ে লকডাউন চলছে। আর লকডাউনের সময় দেশের বিভিন্ন ক্ষেত্র বন্ধ থাকায় চরম অসুবিধার মুখে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের সাহায্যার্থে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রেশনিং ব্যবস্থায় চাল পাঠিয়ে মানুষের পাশে দাঁড়ানোর বন্দোবস্ত করা হয়েছে।

তবে বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ উঠছে যে, রেশনে চাল বণ্টনে ব্যাপক দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গে। তবে সরকার এবং রাজ্যের শাসকদলের পক্ষ থেকে বারবার বিরোধীদের অভিযোগ খণ্ডন করা হয়েছে। কিন্তু এবার নদীয়ার রানাঘাটের হবিবপুরের বেসরকারি রাইস মিল থেকে সরকারি চাল পাচার হওয়ার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল।

সূত্রের খবর, শুক্রবার রানাঘাটের হবিবপুরের শ্রীকৃষ্ণ রাইস মিলের ভেতরে সাধারণ মানুষ লরি ভর্তি সরকারি চাল দেখতে পাবেন। যেখানে গোডাউনের ভেতরে থাকা চাল বস্তায় ভর্তি করার কাজ চলছিল বলে অভিযোগ করেন বাসিন্দারা। শুধু তাই নয়, বস্তার গায়ে স্বচ্ছ ভারতের লোগো থাকায় আরও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর মানুষের যখন দুর্দিন, যখন রেশনিং ব্যবস্থায় দুর্নীতির কথা উঠে আসছে, ঠিক তখনই এই ঘটনা সামনে আসায় রীতিমতো হৈচৈ পড়ে যায় এলাকাজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং রানাঘাট ওয়ান ব্লকের বিডিও। কেন এই ধরনের ঘটনা ঘটল! কেন এভাবে সাধারণ মানুষের তরফের রাইস মিল থেকে চাল পাচারের অভিযোগ তোলা হল? এদিন এই প্রসঙ্গে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, “এর পেছনে দুর্নীতির চক্র রয়েছে। এফসিআইয়ের অর্ডার নিয়ে বর্ধমানের নিউ মনসা মাতা ফুড থেকে চাল কিনে বিক্রি করা হয়েছে শ্রীকৃষ্ণ রাইস মিলে। ওই গোডাউনে সরকারি চালে ভেজাল মেশানো হচ্ছে।”

বিশ্লেষকরা বলছেন, লকডাউন পরিস্থিতিতে একেই মানুষ বড় সমস্যায় রয়েছেন। আর এমতাবস্থায় বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, রেশনের চালে দুর্নীতি। আর বিরোধীদের সেই অভিযোগে সীলমোহর দিয়ে এবার সাধারণ বাসিন্দাদের তরফ থেকে যেভাবে নদীয়ায় রাইস মিল থেকে চাল পাচারের অভিযোগ উঠল, তা নিঃসন্দেহে চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের‌। এখন গোটা ঘটনায় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে কোনো নিদর্শন সামনে আসে কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!