এখন পড়ছেন
হোম > রাজনীতি > মমতার উন্নয়নের বেহাল দশা, শেষের সারিতে বাংলা, ব্যার্থতা স্বীকার নবান্নের!

মমতার উন্নয়নের বেহাল দশা, শেষের সারিতে বাংলা, ব্যার্থতা স্বীকার নবান্নের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে নাকি তিনি এবং তার সরকার যে উন্নয়ন করেছে, তা আগামী একশো বছরেও কেউ করতে পারবে না, এমনটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনেক সময় যদি বিরোধীরা প্রশ্ন করেন যে, আপনি কি উন্নয়ন করেছেন! তখন তিনি সপাটে জবাব দেন, কেন্দ্রীয় সরকার তো টাকাটাও দেয় না! কাজেই তাদের জবাব দিতে আমি প্রস্তুত নই। রাজ্য নিজের মতো করে উন্নয়ন করার চেষ্টা করছে। কিন্তু যখন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রীয় সরকার সাহায্য করছে, তখন সেই প্রকল্পের উন্নয়নের ছিটেফোটাও দেখতে পাচ্ছে না রাজ্যবাসী। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প “জল জীবন মিশন” এর অবস্থা রাজ্যে অত্যন্ত সংকটাপন্ন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, এই প্রকল্পে ডাহা ফেল রাজ্য সরকার। অন্যান্য বিজেপি বিরোধী রাজ্যগুলো 60 শতাংশ কাজ সম্পন্ন করলেও, পশ্চিমবঙ্গে মোট 36 শতাংশ কাজ হয়েছে। আর 2024 সালের আগে এই কাজ সম্পন্ন করা রাজ্যের কাছে কার্যত অসম্ভব বলেই দাবি বিজেপির রাজ্য সভাপতির।

প্রসঙ্গত, এদিন সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় প্রকল্প “জল জীবন মিশন” নিয়ে রাজ্যে যে ব্যর্থতার চিত্র সামনে এসেছে, তা তথ্য সহকারে তুলে ধরেন সুকান্ত মজুমদার। বিরোধী নেতার দাবি, যেখানে কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী রাজ্যগুলো এই প্রকল্পে অনেকটাই এগিয়ে গিয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের এই দশা কেন! একাংশ বলছেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ৩০০ বছরের উন্নয়ন। অন্যদিকে একটি ইংরেজি পত্রিকার তথ্য তুলে ধরে বিজেপির রাজ্য সভাপতি আরও দাবি করেছেন, নবান্নের পক্ষ থেকে নাকি স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, কোনো মতেই এই জল জীবন মিশন প্রকল্পের কাজ 2024 সালের মধ্যে পশ্চিমবঙ্গে সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ নবান্নের পক্ষ থেকে যে এই কাজ সম্পন্ন করার ক্ষেত্রে ব্যর্থতা কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে, তাও স্পষ্ট।

বিরোধীদের দাবি, এই তো পশ্চিমবঙ্গের আসল চিত্র! মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় টাকা নেই বলে দাবি করেন। কিন্তু সহযোগিতা করার পরেও যেখানে পশ্চিমবঙ্গ সরকার সামান্য নলকূপ এবং বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অপারগ, সেখানে এই সরকারের কাছ থেকে মানুষ তাদের ন্যূনতম চাহিদা আশা করবেন কোথা থেকে! শুধুমাত্র শিলান্যাস করলেই উন্নয়ন হয় না। গত ১২ বছরে পশ্চিমবঙ্গের যে পরিণতি বর্তমান রাজ্য সরকার করেছে, তা কেন্দ্রীয় সরকারের এই একটিমাত্র প্রকল্পের পরীক্ষার মধ্যে দিয়েই স্পষ্ট বলে দাবি বিরোধী শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, শুধুমাত্র পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কি করে বিরোধীদের কণ্ঠরোধ করা যায়, সেই চেষ্টাতেই মগ্ন বর্তমান শাসক দল। ক্ষমতা দখলেই তাদের কাছে সবকিছু হয়ে দাঁড়িয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকারের এত বড় প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে রাজ্য তার ব্যর্থতা কার্যত স্বীকার করে নিয়েছে। আর বিজেপির রাজ্য সভাপতির এই অভিযোগের পর সমালোচক মহল বলছেন, উন্নয়নের নিরিখে দেশের একদম শেষ সারিতে পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গ। হয়তো এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 300 বছরের এগিয়ে থাকার রাজ্যের নমুনা! কটাক্ষ পদ্ম শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!