এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজ্যের করোনা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী, কমিশনের বৈঠকে কি সিদ্ধান্ত গৃহীত হবে, সেদিকে নজর সবার

রাজ্যের করোনা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী, কমিশনের বৈঠকে কি সিদ্ধান্ত গৃহীত হবে, সেদিকে নজর সবার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে আগামীকাল পঞ্চম দফার নির্বাচন। নির্বাচনী বিধিনিষেধ অনুযায়ী পঞ্চম দফার নির্বাচনী প্রচার শেষ হয়ে গেছে অনেক আগেই। রাজ্যজুড়ে এখন চলছে ষষ্ঠ দফার নির্বাচনী প্রচার। আর এই প্রচারে একদিকে যেমন শাসক দল তৃণমূলের পক্ষ থেকে প্রচার চলছে, তেমনি বিরোধীরাও লাগাতার প্রচার চালাচ্ছে। রাজ্যের ক্ষমতা দখল এই মুহূর্তে গেরুয়া শিবিরের কাছে অন্যতম সম্মানের লড়াই। আর তাই রাজ্যের বিজেপি নেতাদের সাথে সাথে লাগাতার অন্যান্য রাজ্য থেকে এ রাজ্যে এসে চলেছেন বিজেপি নেতারা। যাদের মধ্যে অন্যতম হলেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে করোনা নতুন করে তার স্বরূপ দেখাতে শুরু করেছে।

নিত্যদিন করোনার উর্ধ্বসীমা রেকর্ড তৈরি করছে। এই পরিস্থিতিতে আজ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকারকে। তিনি এ রাজ্যে করোনার সংক্রমণ বেড়ে চলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, রাজ্যে প্রধানমন্ত্রীর সভা যেখানে যেখানে হচ্ছে, সেখানে প্যান্ডেল করার জন্য বাইরে থেকে লোক আসছে। আর সেখান থেকেই যে করোনার সংক্রমণ ছড়াচ্ছে, সে ব্যাপারে নিশ্চিত তিনি। আজকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ দফার প্রচার সারতে নবদ্বীপে উপস্থিত হয়েছেন। আর সেখান থেকেই দলীয় প্রার্থীকে জেতানোর আহ্বান জানিয়েছেন তিনি।

একইসঙ্গে রাজ্যজুড়ে তৃণমূল প্রার্থীদের জেতানোর জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি নিশানায় রেখে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, কয়েক মাস আগেও রাজ্যের পরিস্থিতি এতটা ভয়াবহ ছিলনা। কিন্তু ভোট ঘোষণার পর থেকেই বিজেপি যেভাবে বাইরে থেকে পশ্চিমবঙ্গে লোক এনেছে বা আনছে, তাতেই রাজ্যের করোনা পরিস্থিতি মাত্রাছাড়া হারে বেড়ে উঠেছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, তৃণমূল নেত্রী পরোক্ষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দায়ী করেছেন এ রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই সাথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এদিন নবদ্বীপের জনসভায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, করোনা সংক্রমণ যখন অনেকটাই কম ছিল রাজ্যে, তখন তিনি প্রতিষেধকের জন্য আবেদন করেছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে। কিন্তু তাতে কিছুই কাজ হয়নি। অন্যদিকে নির্বাচন কমিশন আজকে সর্বদল বৈঠক ডেকেছে। মনে করা হচ্ছে, এই সর্বদল বৈঠকের পেছনের অন্যতম কারণ করোনা। আগামীকালের নির্বাচন মিটে গেলে হাতে এখনো তিন দফা নির্বাচন রয়েছে। তাই শেষ তিন দফা ভোট কিভাবে হবে, তা নিয়েই হয়তো আলোচনা করবে নির্বাচন কমিশন।

এই বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়াও রাজ্যের স্বাস্থ্যসচিব উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ তিন দফার ভোট একদফায় করার আহ্বান জানিয়েছেন। আপাতত রাজ্যের করোনা পরিস্থিতি যে মারাত্মক হারে বেড়ে চলেছে সে ব্যাপারে নিশ্চিত সবাই। কিন্তু নির্বাচনী প্রচার চলাকালীন করোনা বিধি নিষেধ মানা হচ্ছে না বলেই দাবি অনেকের। আর তাই মনে করা হচ্ছে, এবার কমিশনের পক্ষ থেকে করোনার বিধিনিষেধ সংক্রান্ত কঠোর মনোভাব জানানো হবে বলে মনে করা হচ্ছে। আপাতত করোনা সংক্রান্ত নির্বাচন কমিশন কি নির্দেশ সামনে আনে, সে দিকেই নজর থাকছে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!