এখন পড়ছেন
হোম > জাতীয় > “রাজ্যে বিজেপির সরকার গড়ে দিন, সীমান্ত পেরিয়ে মানুষ তো দূরের কথা, পাখিও ঢুকতে পারবে না।” – দাবি অমিত শাহের

“রাজ্যে বিজেপির সরকার গড়ে দিন, সীমান্ত পেরিয়ে মানুষ তো দূরের কথা, পাখিও ঢুকতে পারবে না।” – দাবি অমিত শাহের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনী প্রচারে আজ রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ নদিয়ায় একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর। সম্প্রতি নদীয়ার তেহট্টে জনসভায় যোগ দান করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি সভা করবেন নদিয়ার কৃষ্ণনগরে। তেহট্টের সভা থেকে অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে, সীমান্ত পার করে মানুষ তো দূরের কথা, পাখিও রাজ্যে ঢুকতে পারবে না।

তেহট্টের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বারামুলার জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহীদ হয়েছিলেন এখানকার সন্তান সুবোধ কুমার ঘোষ। তাঁর প্রতি তিনি শ্রদ্ধা জানালেন। তেহট্টের মাটিকে বারবার প্রণাম জানালেন তিনি। জনগণের উদ্দেশ্যে তিনি জানালেন নববর্ষের শুভেচ্ছা। এরপর জনগণের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করলেন, পশ্চিমবঙ্গের মাটিতে কি অনুপ্রবেশকারীদের রোধ করা উচিত না উচিত নয়? অনুপ্রবেশকারীরা বাংলার মানুষের রোজগার ছিনিয়ে নিচ্ছে, গরিবদের খাবার ছিনিয়ে নিচ্ছে। অনুপ্রবেশকারীরা শুধু বাংলার নয় গোটা দেশের নিরাপত্তার কাছে বিপদ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, তৃণমূল কংগ্রেস এই অনুপ্রবেশকারীদের রুখতে পারবে না। সিপিএম কংগ্রেস কেউই তাদের রুখতে পারবে না। কারণ, তাদের ভোটব্যাঙ্ক হলো এই অনুপ্রবেশকারীরা। বিজেপিই একমাত্র অনুপ্রবেশকারীদের রুখে দিতে পারে। জনগণের প্রতি তিনি জানালেন, রাজ্যে বিজেপি সরকার গড়ে দিন তাঁরা। তাহলে সীমান্ত পেরিয়ে মানুষ তো দূরের কথা, পাখিও ঢুকতে পারবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, মুখ্যমন্ত্রী বলে থাকেন, যতক্ষণ তিনি আছেন ততক্ষণ মতুয়া ও নমশুদ্রদের নাগরিকত্ব দেয়া হবে না। মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর প্রশ্ন, তিনি আর কতদিন আছেন? আগামী দোসরা মে তাঁর বিদায় নিশ্চিত। এরপর নাগরিকত্ব দেয়া হবে। যতদিন মুখ্যমন্ত্রী এখানে আছেন ততদিন মতুয়া ও নমশুদ্ররা নাগরিকত্ব পাবে না। কারণ মুখ্যমন্ত্রীর ভোটব্যাঙ্কের মানুষদের এতে আপত্তি আছে। কিন্তু বিজেপি ভোট ব্যাংকের রাজনীতি করে না।

তেহট্টের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, তৃণমূল সরকারের বিদায়ের জন্য যারা আজ এখানে এসেছেন, তাদের তিনি বলতে চান যে, আগামী বছর তাদের জন্য শুভ হোক। আগামী ২ রা মের পর পশ্চিমবঙ্গে কাটমানি নেওয়ার জন্য কেউ থাকবে না। বাংলার মানুষের জনাদেশ আসার পর সিন্ডিকেট চালানোর মতো কেউও থাকবে না পশ্চিমবঙ্গে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!