এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তিন সেকেন্ড লাগবে, কিন্তু করব না” সভায় যাওয়ার আগেই হুঙ্কার শুভেন্দুর!

“তিন সেকেন্ড লাগবে, কিন্তু করব না” সভায় যাওয়ার আগেই হুঙ্কার শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একদিকে যখন কাঁথিতে সভা করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই ডায়মন্ডহারবারে সভা করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। যাকে কেন্দ্র করে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। তবে শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার আগে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলে অভিযোগ। যেখানে মঞ্চে হামলা করার পাশাপাশি বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর এই পরিস্থিতিতে ডায়মন্ডহারবারের সভায় যাওয়ার আগে রীতিমতো তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “আমরা গণতন্ত্রকে রক্ষা করতে জানি। আমিও যদি চাইতাম, তাহলে মারিশদা থেকে কোলাঘাট পর্যন্ত কুড়িটা কাঠের গুড়ি ফেলে দিতে পারতাম। আর এটা করতে আমার তিন সেকেন্ড লাগতো। কিন্তু তা করব না। কারণ আমরা গণতন্ত্র মানি।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূল হামলা করলেও যে তারা সেই পথে হাঁটবে না, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!