ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ জাতীয় বিশেষ খবর January 18, 2018 প্রত্যাশামতোই ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে নির্বাচনের দামামা বেজে গেল। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে এই তিনরাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হল। ত্রিপুরায় ভোটগ্রহণ হতে চলেছে আগামী ১৮ ফেব্রুয়ারি, মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট গ্রহণ করা হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। তিন রাজ্যেই একসাথে ভোটগণনা হবে আগামী ৩ মার্চ। বর্তমানে ত্রিপুরায় ক্ষমতায় আছে বামফ্রন্ট সরকার, মেঘালয়ে কংগ্রেস এবং নাগাল্যান্ডে ‘ডেমোক্রেটিক অ্যালায়েন্স অফ নাগাল্যান্ড’-এর সঙ্গে জোট করে বিজেপি। কিন্তু তিন রাজ্যেই এবারের বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের জন্য ঝাঁপাতে চলেছে গেরুয়া শিবির। প্রসঙ্গত, তিন রাজ্যেই বিধানসভায় আসন সংখ্যা ৬০, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে গুজরাতের মতোই এই তিন রাজ্যের ১০০ শতাংশ বুথেই ভিভিপ্যাট ব্যবহার করে ভোট নেওয়া হবে। আপনার মতামত জানান -