এখন পড়ছেন
হোম > জাতীয় > চরম অস্বস্তিতে নরেন্দ্র মোদী, আদালতে জরিমানা তাঁর দপ্তরের, সৌজন্যে এক বাঙালি

চরম অস্বস্তিতে নরেন্দ্র মোদী, আদালতে জরিমানা তাঁর দপ্তরের, সৌজন্যে এক বাঙালি

এবার বড়সড় অস্বস্তির মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের দপ্তর আর সৌজন্যে এক বাঙালি! সূত্রের খবর, জনৈক সুনীল কুণ্ডু একটি জনস্বার্থ মামলা করে কেন্দ্র কেন সিএজি-র সমস্ত রিপোর্ট গ্রহণ করে না তা জানতে চান। প্রসঙ্গত, প্রতি বছর কেন্দ্রকে প্রায় পাঁচ হাজার রিপোর্ট দেয় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ, কিন্তু গত দশ বছর ধরে অডিটে গরমিলের হিসেব দেওয়া সত্ত্বেও ওই ৫ হাজার রিপোর্টের মধ্যে মাত্র ১০ টি রিপোর্ট গ্রহণ করে কেন্দ্রীয় সরকার। আর তা নিয়েই প্রশ্ন টলেন সুনীলবাবু।

সেই মামলার শুনানিতেই সময়ে হলফনামা জমা না দেওয়ায় প্রধানমন্ত্রীর দপ্তরকে পাঁচ হাজার টাকা জরিমানা করল এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ। গত আগস্ট মাসে এই নিয়ে কেন্দ্রকে মতামত দেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি সুধীর আগরওয়াল এবং বিচারপতি আবদুল মৈনের ডিভিশন বেঞ্চ। কিন্তু তাতো জমা দেওয়া হয়ই নি, উল্টে গত ৯ তারিখ একমাস সময় চাওয়া হয়। কিন্তু আজ আবার ওই মামলার শুনানির সময় আরো অতিরিক্ত একমাস চাওয়া হয়, ফলে চরম ক্ষুব্ধ বিচারপতিরা প্রধানমন্ত্রীর দপ্তরকে পাঁচ হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল পরে গেছে রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!