এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > টেট-এর পরীক্ষার্থীদের জন্য এবার সুখবর নিয়ে এলো রাজ্য সরকার

টেট-এর পরীক্ষার্থীদের জন্য এবার সুখবর নিয়ে এলো রাজ্য সরকার

টেট- আবেদনকারীদের রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কখনো টেট-পরীক্ষার ফলাফল নিয়ে আবার কখনো টেট-পরীক্ষায় দুর্নীতির অভিযোগ নিয়ে। তবে এবার অভিযোগ নয় , পরীক্ষাথীদের জন্য সরকারের তরফে নতুন সুযোগের হাতছানি ।আবেদন-পত্রে ভুল সংশোধনের সুযোগ দিল প্রশাসন। প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক টেট-এ আবেদনকারী বহু প্রার্থীর আবেদনপত্রে ভুল রয়েছে । সেক্ষত্রে আবেদনকারীরা ১০অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সংশোধন করতে পারবেন। প্রসঙ্গত, এবারের টেটে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণরতরাই বসতে পারবেন ।

উল্লেখ্য, সংসদ সূত্রে পূর্বে জানানো হয়েছিল , যেসব আবেদনকারীর আবেদনপত্রে ভুল থাকবে বা আবেদনপত্র অসম্পূর্ণ থাকবে তাদের আবেদনপত্র বাতিল বলে ঘোষিত হবে। সেক্ষত্রে বহু চাকুরিপ্রার্থীর সুযোগ নষ্ট হতে পারে, সেদিক থেকে বিচার করে এই নতুন পথের ব্যবস্থা করা হয়েছে বলে সংসদ সূত্রে বলা হয়েছে। গত ৯অক্টোবর প্রকাশিত প্রাথমিক টেটের এই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য এদিন জানান। বহু আবেদনকারীর কথা মাথায় রেখে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেক্ষত্রে আবেদনকারীদের মোবাইল নম্বর এসএমএস পাঠানো হচ্ছে।এইসব প্রাথীর পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সংশোধন করা যাবে।
কিভাবে সংশোধন করা যাবে?

১) প্রথমে পর্ষদের ওয়েবসাইটে যান।

২)এবার স্ক্রল করে নীচে গিয়ে Click here Online Edit Options for TET-2017-Applicants -এ ক্লিক করুন

৩) এবার আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই পরিবর্তন করা যাবে নাম ঠিকানা -সহ অন্যান্য ভুলত্রুটি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!