মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামলেন শিক্ষকরা বিশেষ খবর রাজ্য January 18, 2018 এতদিন টেট দুর্নীতি নিয়ে সরগরম ছিল রাজ্য-রাজনীতি। আর এবার তার সঙ্গে যুক্ত হল মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ। যা নিয়ে রীতিমত ক্ষোভে ফেটে পড়ছেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সদস্যরা। গতকাল এই নিয়ে মুর্শিদাবাদ জেলায় আন্দোলনে নামলেন মাদ্রাসা শিক্ষকরা। স্থানীয় সূত্রের খবর, বহরমপুরে জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর বিদ্যালয় পরিদর্শকের কাছে একটি স্মারকলিপি জমা দেন তাঁরা। পরে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের মুর্শিদাবাদ জেলা সম্পাদক মাসুদুর নাস্তুর সংবাদমাধ্যমকে জানান, সরকারি নিয়মকে তোয়াক্কা না করে মাদ্রাসাগুলি অবৈধভাবে শিক্ষক নিয়োগ করছে। এই অবৈধ নিয়োগ বন্ধ করা এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকরা প্রকাশ্যে এইভাবে আন্দোলনে নামায় রীতিমত নড়েচড়ে বসেছে রাজ্য শিক্ষা দপ্তর। প্রশাসনের তরফে আন্দোলনকারীদের স্মারকলিপি পাওয়ার বিষয়টি স্বীকার করে নেওয়ার পাশাপাশি তা গুরুত্ত্ব সহকারে রাজ্য শিক্ষা দপ্তরে পাঠানোর কথাও জানানো হয়েছে। আপনার মতামত জানান -