এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যেই ফেরাতে না চাওয়া পরিযায়ীদের প্রতি মানবিক সাজার নাটক? এই মুখ্যমন্ত্রীতে ক্ষুব্ধ জনতা

রাজ্যেই ফেরাতে না চাওয়া পরিযায়ীদের প্রতি মানবিক সাজার নাটক? এই মুখ্যমন্ত্রীতে ক্ষুব্ধ জনতা


যখন সব রাজ্য পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে ব্যতিব্যস্ত হয়ে রয়েছে, ঠিক এই সময় বিহারের মুখ্যমন্ত্রী এমন একটি মন্তব্য করলেন, যা ঘিরে এই মুহূর্তে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। লকডাউনের প্রাথমিক অবস্থা থেকেই দলে দলে পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্যে ফেরার পথ ধরেন। পরিস্থিতি সামাল দিতে বর্তমানে কেন্দ্রীয় সরকার শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন, যাতে করে প্রতিদিন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছেন।

এই অবস্থায় এবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটি সাংবাদিক বৈঠক করে ‘পরিযায়ী শ্রমিক’ শব্দগুচ্ছটির মধ্যে ‘পরিযায়ী’ শব্দটি নিয়ে তিনি ব্যাপক আপত্তি জানিয়েছেন। তাঁর মতে, একই দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে কেউ কাজে গেলে তাঁকে কেন পরিযায়ী বলা হবে? এমনকি যাঁরা ‘পরিযায়ী’ শব্দটি ব্যবহার করছেন, তাঁদেরকেও তিনি রীতিমতো তুলোধোনা করেছেন এদিন। তিনি এদিন সাংবাদিক বৈঠকে বলেন, ‘অন্যান্য রাজ্য থেকে ফিরে আসা লোকদের অসহায় হওয়ার দরকার নেই। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে৷ যে সব রাজ্যে শ্রমিকরা গেছেন , সেখানে তাদের লকডাউন চলাকালীন পর্যাপ্ত সাহায্য করা উচিত ছিল৷’

অন্যদিকে লক ডাউন এর অসহায়তা পর্যবেক্ষণ করে ইতিমধ্যে উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, মহারাষ্ট্র সহ বিভিন্ন জায়গা থেকে নিজেদের বাড়িতে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। এই অবস্থায় একটি উল্লেখযোগ্য ঘটনা সামনে এসেছে। এর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে উত্তরপ্রদেশে থাকা বিহারের বহু পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে দেওয়ার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিশেষ বাসের ব্যবস্থা করার কথা জানিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আবেদন সরাসরি নাকচ করে দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাঁর তরফ থেকে জানানো হয়, লকডাউনের সময় যদি অন্য রাজ্য থাকা বিহারীদের ফিরিয়ে আনা হয়, তাহলে করোনা পরিস্থিতি সামলানোর জন্য যে লকডাউন হচ্ছে, তার আর কোন ভিত্তি থাকবে না। তাই তিনি কখনোই অন্য রাজ্যে থাকা বিহারের মানুষদের ফিরিয়ে নেবেন না। নীতিশ কুমারের এই ব্যাপারটি সামনে আসার পরেই তুমুল হইচই শুরু হয় বিভিন্ন মহলে। বিশেষজ্ঞদের মতে, দেশের প্রতিটি রাজ্য সরকার সংক্রমণের আশঙ্কা সত্ত্বেও নিজের রাজ্যের লোকেদের স্থান দিচ্ছেন।

সেখানে নিতিশ কুমার যেভাবে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া নিজের রাজ্যের মানুষদের দূরে ঠেলে দিয়েছেন, তা যথেষ্ট নিন্দাজনক। যদিও নীতিশ কুমারের ঘোষণা সত্ত্বেও পায়ে হেঁটে প্রচুর পরিযায়ী শ্রমিক তাঁদের নিজেদের রাজ্য বিহারে ফিরেছে। কিন্তু তাও নীতিশ কুমার এর মন্তব্য যথেষ্ট দাগ কেটে গেছে বলে মনে করা হচ্ছে। আপাতত বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পরিযায়ী শ্রমিকদের খাবারের অভাব হবেনা বলে আশ্বস্ত করেছেন ঠিকই কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তা আসলে নীতিশ কুমারের নিজের ইমেজ ঠিক করার জন্য পরবর্তী পদক্ষেপ। এই নিয়ে নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারন মানুষ!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!