এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > আবার আসছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ- আশংকা প্রকাশ নবান্নের, মুখ্যমন্ত্রীর গলায় উদ্বেগ

আবার আসছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ- আশংকা প্রকাশ নবান্নের, মুখ্যমন্ত্রীর গলায় উদ্বেগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের যেন আর মুক্তি নেই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে। প্রথমে ইয়াসের মতন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, তারপর থেকেই রাজ্য জুড়ে চলছে অতিবৃষ্টি। ইতিমধ্যেই জলের তলায় বহু এলাকা। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নবান্ন থেকে সাবধান করেছেন আরও বড় প্রাকৃতিক দুর্যোগ নিয়ে। জানা গিয়েছে, একে তো বৃষ্টি থামার কোন আশা নেই, আর তার মধ্যেই আগামী 26 শে জুন আসছে বান। এবং এইবার তা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ইয়াসের থেকেও এবার এই বানে ভয়াবহ জলোচ্ছ্বাস দেখা যেতে পারে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন, সাগরের ঢেউয়ের উচ্চতা বানের কারণে অনেক বেশি থাকবে। এছাড়াও মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেসব জেলায় বেশি বৃষ্টি হচ্ছে সেখানকার জেলাশাসকদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। তিনি জানিয়েছেন এদিন হুগলির আরামবাগ, খানাকুল, হাওড়ার বাগনান, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া জেলায় বৃষ্টির ফলে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পক্ষ থেকে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য যথাযথ চেষ্টা করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মাত্র 19 দিনের মাথায় যেভাবে একের পর এক বান আসছে, তা চূড়ান্ত উদ্বেগের। জানা গিয়েছে 26 শে জুনের পর আবার 11 ই জুলাই আরও একটি বান আসবে। যেটি 26 শে জুলাই এর থেকেও ভয়াবহ হবে বলে মনে করা হচ্ছে। বিগত বেশ কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে। আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় রাখছে আবহাওয়া দপ্তর।

শনিবার কলকাতা ও উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এবং নদীয়াতে  ভারী বৃষ্টি হবার সম্ভাবনা বলে জানা যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাপক বৃষ্টির মধ্যে নতুন করে জলোচ্ছ্বাস স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ভোগান্তি চরমে তুলবে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুরক্ষার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপাতত এই প্রাকৃতিক দুর্যোগ কবে কাটবে তারই দিন গুনছে সাধারণ মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!