এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > চিটফান্ড কাণ্ডের তদন্তে নয়া মোড় – সিবিআইয়ের সামনে একাধিক হেভিওয়েট রাজনৈতিক নেতার নাম নিলেন রাজীব কুমার

চিটফান্ড কাণ্ডের তদন্তে নয়া মোড় – সিবিআইয়ের সামনে একাধিক হেভিওয়েট রাজনৈতিক নেতার নাম নিলেন রাজীব কুমার


অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে চিটফান্ড কাণ্ডে রাজ্য সরকারের গঠিত সিটের তৎকালীন প্রধান রাজীব কুমারকে জেরার সুযোগ মিলতেই – তার পূর্ন-সদ্ব্যবহারের পথে সিবিআই। আজ নিয়ে টানা চতুর্থ দিনে পড়ল রাজীব কুমারকে জেরার। এরমধ্যে জেরার দ্বিতীয় ও তৃতীয় দিনে সরদার মিডিয়া গ্রূপের প্রধান তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুনাল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করা হয় রাজীব কুমারকে। কিন্তু, এই জেরা-পর্ব নিয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করছে সিবিআই, ফলে ভিতরের প্রায় কোনো খবরই সংবাদমাধ্যমের হাতে এসে পৌঁছাচ্ছে না।

তবে এর আগে জানা গিয়েছিল – সিবিআই জেরার ছলে আদতে রাজীব কুমারের ধৈর্য্যচ্যুতির পরিকল্পনা নিয়েছিল। একই প্রশ্ন বারবার বিভিন্ন অফিসার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন দিক থেকে তাঁকে করতে থাকেন। কখনও বা দীর্ঘ উত্তরের প্রশ্ন করে জেরার প্রক্রিয়া শ্লথ করে দেওয়া হয় আবার কখনও বা জেরার প্রশ্নবাণ অতি দ্রুত গতিতে করে দেওয়া হয়। সিবিআইয়ের এক সূত্রে জানা গেছে – রাজীব কুমার একে দাপুটে পুলিশ অফিসার, তার উপর কানপুর আইআইটির প্রাক্তনী। সুতরাং তাঁর মত ‘ইন্টেলিজেন্ট’ অফিসার যদি কোনো তথ্য গোপন করতে চান, তাহলে তা ধরা সহজ হবে না। তাই তাঁর জেরার ক্ষেত্রে এই প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সিবিআইয়ের সেই জেরার প্রক্রিয়া বোধ হয় কাজে এসেছে। কেননা এক সার্ভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী – এই তদন্তে রাজীব কুমারের সেরকম কোনো হাতই ছিল না বলে তিনি সিবিআইয়ের কাছে দাবি করেছেন। উল্টে, অধুনা উত্তরবঙ্গের এক জেলার পুলিশের সর্বোচ্চ অফিসার ও অত্যন্ত ‘দক্ষ এক গোয়েন্দা’ পুরো বিষয়টি সামাল দিচ্ছিলেন বলেই জানিয়েছেন রাজীব কুমার। ফলে, সেই ‘দক্ষ অফিসারকেও’ জেরায় ডাকতে পারে সিবিআই বলে জল্পনা ছড়িয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষের বয়ানের সঙ্গে রাজীব কুমারের বয়ানের বহু অসঙ্গতি পাওয়া গেছে বলেও ওই ইংরেজি দৈনিকে দাবি করা হয়েছে।

তবে, ওই বহুল প্রচারিত ইংরেজি দৈনিকের সবথেকে বিস্ফোরক দাবি হল, সিবিআইয়ের জেরায় একাধিক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম নাকি জানিয়ে দিয়েছেন রাজীব কুমার। এইসব প্রভাবশালীদের নাম সিটের তদন্তেই উঠে এসেছিল এবং তাঁদেরকে জেরার প্রস্তুতি নিয়েছিল সিট বলে রাজীব কুমার জানিয়েছেন। তবে, যেহেতু তারপরেই সুপ্রিম কোর্ট চিটফান্ড কাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়, তাই তাঁদের আর জেরা করতে পারেনি সিট বলে জানা গেছে। ওই সংবাদমাধ্যমের আরও দাবি, কুনাল ঘোষ নাকি রাজীব কুমারের সামনেই সিবিআইকে জানিয়েছেন, সিটের তদন্তকারী অফিসাররা তাঁর উপর চাপ সৃষ্টি করেছিলেন যাতে তিনি কোনো রাজনৈতিক নেতার নাম বয়ান দেওয়ার সময় না নেন। ফলে সবমিলিয়ে, ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবর সত্যি হলে – বহু প্রভাবশালীর নাম এসে গেছে সিবিআইয়ের হাতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!