এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধী জোটে বড়সড় ফাটল? CAA নিয়ে বড়সড় ধাক্কা মমতা ব্যানার্জির? জানুন বিস্তারিত

বিরোধী জোটে বড়সড় ফাটল? CAA নিয়ে বড়সড় ধাক্কা মমতা ব্যানার্জির? জানুন বিস্তারিত


নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রথম থেকেই কেন্দ্রকে কোণঠাসা করতে ময়দানে নেমেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। যে যে রাজ্যে বিজেপি বিরোধী দলের সরকার আছে, সেই সমস্ত রাজ্যে ইতিমধ্যেই এই নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব বিধানসভায় পাস হয়ে গিয়েছে। যা নিঃসন্দেহে কেন্দ্রের শাসক দলকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দিয়েছে।

কেরল, পাঞ্জাব, রাজস্থানের পাশাপাশি সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভাতেও এই নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব পাস হয়েছে। আর এই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন যে, যে সমস্ত রাজ্যে বিজেপি বিরোধী সরকার রয়েছে, সেখানে তারা এই এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বান হয়ত বা এবার ফ্লপ হতে চলেছে। সূত্রের খবর, কেরল, পাঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ এনআরসি বিরোধী প্রস্তাব বিধানসভায় পাস করলেও, তাতে শামিল হচ্ছে না মহারাষ্ট্রের বিজেপি বিরোধী জোট সরকার। বস্তুত, মহারাষ্ট্রে এনসিপি, কংগ্রেস এবং শিবসেনা মিলে জোট সরকার গঠন করেছে। কিন্তু এখানে এনআরসি বিরোধী প্রস্তাব পাস হবে না বলে জানিয়ে দিয়েছেন সেখানকার উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কেন এমনটা হচ্ছে! সব রাজ্য প্রতিবাদ করলেও, কেন বিজেপির বিরোধিতায় এই রাজ্য সরকার সেখানকার বিধানসভায় এই আইন বিরোধী প্রস্তাব পাশ করতে পারছেন না! এদিন এই প্রসঙ্গে মহারাষ্ট্রের অজিত পাওয়ার বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছেন, মহারাষ্ট্রে এনআরসি নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। আমরাও তার মতামত অনুসরণ করেই চলছি।”

তবে এক্ষেত্রে একাংশের অবশ্যই যুক্তি যে, এখনও পর্যন্ত যে সমস্ত রাজ্যে এনআরসি বিরোধী প্রস্তাব পাস হয়েছে, সেখানে এক দলীয় শাসন ব্যবস্থা রয়েছে। অর্থাৎ একটি দল সেখানে শাসনব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাই সেখানে তেমনভাবে কেউ এর বিরোধিতা করতে পারেনি। কিন্তু মহারাষ্ট্রে তিনটি রাজনৈতিক দল মিলে সরকারের রয়েছে। তাই সেদিক থেকে এখানে এই আইন বিরোধী প্রস্তাব পাশ করতে গেলে বাধা আসতে পারে।

আর তাই তা এখানে সম্ভব হচ্ছে না বলে মত রাজনৈতিক বুদ্ধিজীবীদের। তবে অনেকে আবার বলছেন, সে যে কারণেই মহারাষ্ট্রে এই আইন বিরোধী প্রস্তাব পাশ না করানো হোক না কেন, এতে যে বিরোধী জোট আবার মুখ থুবড়ে পড়ল, সেই ব্যাপারে নিশ্চিত প্রায় প্রত্যেকেই। এখন গোটা পরিস্থিতি ঠিক কোথায় গিয়ে মোড় নেয়! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!