এখন পড়ছেন
হোম > রাজ্য > একুশের যুদ্ধে অমিত শাহের দেখানো পথেই বাজিমাতের পরিকল্পনা! বিজেপির প্রস্তুতি বুথস্তর পর্যন্ত

একুশের যুদ্ধে অমিত শাহের দেখানো পথেই বাজিমাতের পরিকল্পনা! বিজেপির প্রস্তুতি বুথস্তর পর্যন্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতবর্ষের বর্তমান যা পরিস্থিতি তাতে চট করে করোনা ভাইরাস বিদায় নেবে, এমনটা বলা যায় না। পথ চলতে চলতে অন্যান্য রোগের মত এই রোগটা স্বাভাবিক আকার নেবে বলে মনে করা হচ্ছে। সেদিক থেকে লকডাউন পরিস্থিতি এখন কিছুটা হলেও হালকা করে দেওয়া হয়েছে। আর লকডাউন শিথিল হওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলো এখন ময়দানে নামতে শুরু করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে যেহেতু সামাজিক দূরত্ব পালন করা উচিত, তাই সকলেই চেষ্টা করছে, অনলাইনের মাধ্যমে মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার।

এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি অনেকটাই এগিয়ে। লকডাউন পরিস্থিতি শিথিল হওয়ার পরেই বাংলার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে বিজেপি। দিল্লি থেকে ভার্চুয়াল সভায় অমিত শাহের বক্তব্য রাজ্য বিজেপি নেতা কর্মীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির এই ভার্চুয়াল সভা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তবে শাসক দল তাদের বিরুদ্ধে প্রশ্ন তুললেও, বিজেপির এখন মূল টার্গেট 2021 এ বাংলার ক্ষমতা দখল। আর ক্ষমতা দখলের জন্য এখন তারা সমস্ত রকম চেষ্টা করতে উদ্যোগী।

বর্তমান পরিস্থিতিতে যেহেতু সেভাবে ময়দানে নামা যাবে না, তাই এবার ভার্চুয়াল সভার উপরেই বেশি জোর দিতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, এবার বুথস্তর পর্যন্ত এই ভার্চুয়াল সভা করার উদ্যোগ নিচ্ছে গেরুয়া শিবির। এক্ষেত্রে প্রথমে রাজ্যের চারটি জোনে সভা হবে। যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব থাকবেন। পরবর্তীতে বিধানসভা, মন্ডল এবং বুথস্তর পর্যন্ত এই সভা হবে বলে খবর। অর্থাৎ জোন ধরে ধরে সংগঠনকে চাঙ্গা করাই এখন বিজেপির কাছে প্রধান লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, যে চার জোনে কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন, সেগুলো হল, কলকাতা, উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ এবং নবদ্বীপ। অনেকে বলছেন, লকডাউনের পরবর্তী পরিস্থিতিতে অমিত শাহের ভার্চুয়াল সভা অনেকটাই বাজিমাত করেছে। তৃণমূলকে অনেকটাই চাপে রেখেছে সেই সভা। তাই আগামীদিনে সংগঠনকে চাঙ্গা করতে এবার সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়ে সকলের কাছে পৌঁছে যেতে চাইছে বঙ্গ বিজেপি। এদিন এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, “আমরা প্রযুক্তির সহযোগিতা নিয়ে নিচুতলা পর্যন্ত ভার্চুয়াল সভা করতে উদ্যোগী হয়েছি। প্রথমে জোনে সভা হবে। তারপর বিধানসভা, মন্ডল ও বুথস্তরে সভা হবে।” তবে এই ভার্চুয়াল সভা করতে অনেকটাই খরচ বলে তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে কটাক্ষ করা হয়েছিল।

এদিন সেই বক্তব্যকে কার্যত খন্ডন করে রাহুলবাবু দাবি করেন, মাঠে-ময়দানে সভার যা খরচ, তার 10% ভার্চুয়াল সভা করতে খরচ হয়। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে বিজেপির এই সভাকে যে কারণে কটাক্ষ করা হয়েছিল, তা সম্পূর্ণরূপে নস্যাৎ করে দিলেন রাহুল সিনহা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপি এমনিতেই সোশ্যাল মিডিয়ায় অনেকটা সক্রিয়। একথা আড়ালে-আবডালে তৃণমূলের অনেকেও স্বীকার করে নেন।

আর সেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে লকডাউনের পরবর্তী সময় যেভাবে বিজেপি ভার্চুয়াল সবার মধ্যে দিয়ে বুথস্তরের কর্মীদের কাছে পৌঁছে যাওয়ার উদ্যোগ নিল, তাতে তাদের সংগঠনের যেমন শ্রীবৃদ্ধি হবে, ঠিক তেমনই মানুষের কাছে নিজেদের কথা পৌঁছে দিতে অনেকটাই সক্ষম হবেন তারা। যার ফলে আগামী 2021 এর বিধানসভা নির্বাচন তাদের এই ভার্চুয়াল সভার জন্য অনেকটাই সাফল্য পেতে পারে বলে দাবি বিজেপির ঘনিষ্ঠ মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!