এখন পড়ছেন
হোম > অন্যান্য > টিকটকের জায়গা নিতে মরিয়া ইনস্টাগ্রাম? নিয়ে এল চারটি যুগান্তকারী পরিবর্তন! জানলেই কেল্লাফতে

টিকটকের জায়গা নিতে মরিয়া ইনস্টাগ্রাম? নিয়ে এল চারটি যুগান্তকারী পরিবর্তন! জানলেই কেল্লাফতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে আরও বেশি সোশাল হয়ে উঠেছে নেট জনতা। তাদের কাছে সোশাল মিডিয়া যেন লকডাউনে অক্সিজেনের মতই। সেই তালে তাল মিলিয়ে ফেসবুক থেকে টুইটার নিত্যদিন আপডেট হচ্ছে প্রত্যেকেই। তবে এরই মাঝে মন খারাপ করে দিয়েছে টিকটকের ব্যান হয়ে যাওয়া। তবে এবার কি সেই জায়গায় আসতে চলেছে অন্য কেউ? কিন্তু কে সে?

সম্প্রতি জানা গেছে নিজের জন্মদিনের শুভক্ষণে সুখবর শুনিয়েছে ইনস্টাগ্রাম। তবে জন্মদিনটা নেহাত ফেলনা নয়। দেখতে দেখতে ১০ বছর হয়ে গেল। সেই সঙ্গে তার জনপ্রিয়তাও আকাশ ছুঁয়েছে। তবে মাঝেমধ্যেই নতুন নতুন ফিচার এনে ইউজারদের মুখে হাসি ফোটাতে তাই উদ্যোগ নিয়েছে ফেসবুক অধীনস্ত এই সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপটি। তবে এবার নিজের জন্মদিনে একইসঙ্গে চার-চারটি নয়া ফিচার এনে নতুন লুকে ইউজারদের চমকে দিতে প্রস্তুত হয়েছে ইনস্টাগ্রাম। তবে চমক গুলো কি কি? আসুন দেখে নেওয়া যাক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথমেই আসা যাক, নিরাপত্তার কথায়। বর্তমানে সোশাল মিডিয়ায় কুরুচিকর বা অশালীন আচরণে সমস্যায় পড়তে হয় অনেককেই। তবে ইনস্টাগ্রামের নতুন ফিচারে কোনও পোস্টে অশালীন বা আপত্তিকর কমেন্ট করা হলে তা নিজে থেকেই এবার হাইড বা লুকিয়ে রাখবে ইনস্টাগ্রাম। তবে ইউজার চাইলে “View Hidden Comments”-এ গিয়ে সেই কমেন্টটি দেখে নিতে পারবেন বলে জানা গেছে।

এক্ষেত্রে যে সমস্ত কমেন্ট ইনস্টাগ্রামের পলিশির বিরুদ্ধে, সেগুলির বিরুদ্ধেই এবার এহেন কড়া পদক্ষেপ নেবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। শুধু তাই নয়, কোনো ব্যক্তি যদি কোনও পোস্টে অশালীন কমেন্ট লেখার চেষ্টা করে, তাহলেও তাঁকে একাধিকবার সতর্ক করা হবে ইনস্টাগ্রামের তরফ থেকে। এর কারণ হিসেবে বলা হয়েছে, যেকোনো কমেন্ট, যা ইনস্টাগ্রামের পলিসির বিরুদ্ধে তা পোস্ট হয়ে যাওয়ার আগে এভাবেই নিজেকে শুধরে নেওয়ার সুযোগ দেবে ইনস্টাগ্রাম।

জন্মদিন যেমন স্পেশ্যাল সাজ সাজতে ভালোবাসেন মানুষ, এবারে ইনস্টাগ্রামের জন্মদিনে তাই ইউজাররা বদলে ফেলতে পারবেন নিজেদের ইনস্টাগ্রাম আইকনও। এক্ষেত্রে প্রথমেই আপনার অ্যাপটিকে আপডেটেড হতে হবে। এরপর সেটিংসে গিয়ে পেজটি পুরোটা খুললেই সেখানে দেখতে পাওয়া যাবে একগুচ্ছ আইকন। সেখান থেকেই ইউজার পছন্দমত আইকন বেছে নিতে পারেন বলে জানা গেছে।

এছাড়া থাকছে, স্টোরিস ম্যাপ। বস্তুত, এটি আসলে ব্যক্তিগত ম্যাপ ও ইনস্টাগ্রামে স্টোরি সেকশনে ইউজারের দেওয়া স্টোরিগুলির ক্যালেন্ডার বিশেষ। এখানে গত তিন বছরে ইউজার কী কী স্টোরি পোস্ট করেছেন, তা তারিখ-সহ ক্যালেন্ডার আকারে দেখতে পাবেন তিনি। কিন্তু কোথায় খুঁজবেন এটি? খুবই সহজ। প্রোফাইল থেকে ‘অ্যাড আ স্টোরি’তে গেলেই ক্যালেন্ডারটি খুঁজে পাবেন ইউজার। নিজের প্রোফাইলকে নতুন ভাবে সাজাতেও পারবেন তিনি। সেটি ডাউনলোড অথবা হাইলাইটস হিসেবে শেয়ারও করা যাবে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!