এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভার আগে হাত মেলাচ্ছেন ওয়েইসি-মায়াবতী! সংখ্যালঘু ভোট ভাগে নতুন সমীকরণ? বাড়ছে জল্পনা

বিধানসভার আগে হাত মেলাচ্ছেন ওয়েইসি-মায়াবতী! সংখ্যালঘু ভোট ভাগে নতুন সমীকরণ? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। আসন্ন বিহারের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গতকাল জোট বদ্ধ হল উপেন্দ্র কুশওয়াহার দল আরএলএসপি, আসাদউদ্দিন ওয়েইসির এআইএমআইএম, মায়াবতীর দল বিএসপি। জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হল আরএলএসপির উপেন্দ্র কুশওয়াহারকে। প্রসঙ্গত, প্রথম পর্বের মোদি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন উপেন্দ্র কুশওয়াহার। নিম্নবর্গের এই নেতা এনডিএ জোট ছেড়ে দিলেও বিজেপির সঙ্গে তাঁর সম্পর্ক ভালই। কিন্তু নীতীশ কুমারের বিরুদ্ধে তিনি তেমন সন্তুষ্ট নন।

আবার, বিহারের দলিতদের একটা বিরাট অংশ এনডিএ শাসনের ওপর যথেষ্ট ক্ষুব্দ। তাই দলিতদের সমর্থন পেতে নিতিশ কুমার জিতনরাম মাঝিকে জোটে এনেছেন। সম্প্রতি, রামবিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ানের নেতৃত্বে এলজেপি দলিতদের স্বার্থ রক্ষায় সরব। এবারে, মায়াবতী, আসাদউদ্দিন ওয়েইসি, উপেন্দ্র কুশওয়াহারের জোট গঠনের ফলে তিনভাগে ভাগ হয়ে যেতে পারে বিহারের দলিত ভোট যার ফলে সুবিধা হবে বিজেপির। কারণ, প্রধানমন্ত্রী মোদির শাসনকালে দেশের বিভিন্ন স্থানে দলিতদের উপরে নির্যাতন, বিশেষ করে হাথরাসের ঘটনায় যথেষ্ট ক্ষুব্দ দলিতেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল বিকেলে পাটনায় তিন দলের জোট ঘোষণা হল। আর গতকাল রাতেই মৃত্যু হল রামবিলাস পাসোয়ানের। নিম্নবর্গের নেতা রামবিলাস পাসোয়ানের মৃত্যুর ফলে সহানুভূতিতে দলিতের ভোট ব্যাপকভাবে পেতে পারে এলজেপি প্রার্থীরা। সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে বিজেপি শিবির। কারণ নির্বাচনে টিকিট না পেয়ে এলজেপি চলে গিয়েছেন বেশকিছু বিজেপি ও জেডিইউ নেতারা। ফলে এনডিএ জোটের অনেক হতে পারে জটিল।

আমার এদিকে গতকাল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব মুজফ্ফরপুর শেল্টার হোম কাণ্ডে অভিযুক্ত মঞ্জু বর্মার টিকিট বাতিলের দাবি করলেন। যাকে প্রার্থী করেছে জেডিইউ।এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ” এনডিএ-র উচিত ওই টিকিট বাতিল করা। অথবা বিজেপির উচিত জেডিইউয়ের জোট ছেড়ে বেরিয়ে আসা। তা না হলে প্রমাণ হবে, মহিলাদের সম্মানরক্ষায় তারা কতটা অসংবেদনশীল।” অন্যদিকে অনেকে মনে করছেন, আরজেডির মুসলিম ভোটে ভাগ বসিয়ে তাকে বিপদে ফেলতেই বিহারের নির্বাচনে প্রার্থী দিলেন আসাদউদ্দিন ওয়েইসি। বিজেপি বিরোধী মুসলিম ভোট ভাগাভাগি হলে সুবিধা হবে বিজেপির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!