এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরীব কল্যাণ অন্ন যোজনার প্রচার চালালেন, করলেন প্রকল্পের বিশ্লেষণ

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরীব কল্যাণ অন্ন যোজনার প্রচার চালালেন, করলেন প্রকল্পের বিশ্লেষণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট করোনা পরিস্থিতিতে গত বছর থেকেই অতিরিক্ত খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার। রেশন ব্যবস্থার মাধ্যমে দেশজুড়ে মানুষ অতিরিক্ত খাদ্য সংগ্রহ করেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গরিব কল্যাণ অন্ন যোজনা স্কিম নিয়ে আসা হয়েছে। আর সেই সূত্রে মঙ্গলবার নরেন্দ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই যোজনা সংক্রান্ত কথা বলার জন্য গ্রাহকদের মুখোমুখি হয়েছিলেন। কার্যত এক্ষেত্রে সামনে আনা হয়েছিল গুজরাটের বাসিন্দাদের। তাঁদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করেছেন এবং প্রতিটি পরিবারে সরকারী যোজনার মাধ্যমে যে সমস্যা দূর হয়েছে তা নিয়ে তিনি যে যথেষ্ট খুশি তা জানিয়েছেন।

এদিন প্রধানমন্ত্রী বলেন, দেশে স্বাধীনতা পরবর্তী প্রত্যেকটি সরকার গরিবদের পর্যাপ্ত খাবার দেওয়ার কথা বলে এসেছে। কিন্তু এই খাতে বরাদ্দ বাড়ানো হলেও কিংবা সস্তার রেশন স্কিম আনা হলেও সমস্যা যে মোটেই মেটেনি তা অনস্বীকার্য। আর তার কারণ প্রধানমন্ত্রী মোদী বর্ণনা করেছেন ডেলিভারি সিস্টেমে গলতি। এই পরিস্থিতিতে বদল আনতে 2014 য় মোদি সরকার প্রথম উদ্যোগ নেয় রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার। পাশাপাশি আধারের সাথে লিঙ্ক করে দেওয়া হয় রেশন কার্ডেরও। রেশন দোকানে নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, বর্তমানে বরাদ্দ দু কেজি আটা এবং তিন কেজি চাল ছাড়াও প্রত্যেককে অতিরিক্ত 5 কেজি চাল এবং আটা দেওয়া হচ্ছে। এবছরের দীপাবলি পর্যন্ত এই স্কিম চলবে বলে তিনি জানান। অন্যদিকে এই স্কিমের মাধ্যমে গুজরাটের সাড়ে তিন কোটি মানুষ উপকৃত হচ্ছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। এদিন প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী নীতিনভাই প্যাটেল। বলা হচ্ছে, গতবছর গুজরাটে 948 লক্ষ মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কার্যত গুজরাটের 2.3 কোটি গ্রাহককে 25.5 লক্ষ মেট্রিক টন খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে বলে দাবি সরকারের।

2020-21 খাদ্য খাতে ভর্তুকি দেওয়া হয়েছে 2.84 লক্ষ কোটি টাকা। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী এক দেশ এক রেশন ব্যবস্থার কথা বলেন। কার্যত এই ব্যবস্থার মাধ্যমে একটি রেশন কার্ড দিয়ে দেশের যেকোন জায়গা থেকে রেশন তোলা যাবে। 2019 এর আগস্ট থেকে দেশের চারটি রাজ্যে এই ব্যবস্থা চালু হয়েছে। বলা হচ্ছে, রেশনের সাথে যদি আধার কার্ড যুক্ত থাকে তাহলে দেশের যেকোনো প্রান্ত থেকে এই সুবিধা মিলবে। গুজরাটে খাদ্যদ্রব্য বিতরণ নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যত বিরোধীরা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনছে, তখন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে মোদি সরকার এর উপযোগিতা তুলে ধরলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!