এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্য তীব্রগতিতে বাড়ছে করোনা, ভাঁড়ারে টান ভ্যাকসিনের

রাজ্য তীব্রগতিতে বাড়ছে করোনা, ভাঁড়ারে টান ভ্যাকসিনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর থেকেই দেশের একাধিক রাজ্যে তীব্র আকার ধারণ করছে সংক্রমণ। কিছুদিন ধরে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ লাগামছাড়া ভাবে বাড়ছে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় কলকাতা, উত্তর ২৪ পরগনা জেলায় ১ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

রাজ্যে একদিকে যেমন করোনা সংক্রমণ বাড়ছে, অন্যদিকে তেমনি একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের অভাব শুরু হয়েছে। বেশকিছু হাসপাতালে ভ্যাকসিন না থাকার কারণে টিকাকরণ কর্মসূচি বন্ধ রাখা হয়েছে। গত শনিবার থেকে আমরি হাসপাতালে পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। এ কারণে বন্ধ রাখা হয়েছে টিকাকারণ। যার ফলে উদ্বেগ আরো তীব্র হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫১১ জন। গত ২৪ ঘন্টায় করোনাতে মৃত্যু হয়েছে মোট ১৪ জনের। গত ২৪ ঘন্টায় শুধুমাত্র কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৫ জন। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১০৮৭ জন।

একে, নির্বাচনের কারণে বিপুল জমায়েত, অন্যদিকে মানুষের অসচেতনতা সংক্রমণ বাড়িয়ে দিচ্ছে বহুগুণে। মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহার অনেকেই ছেড়ে দিয়েছেন। বারবার অকারণ ভিড় করতে নিষেধ করা হলেও, তেমন ভাবে তা মানতে দেখা যাচ্ছে না বহু মানুষকে। যার ফলে বেলাগাম ভাবে বাড়ছে করোনা সংক্রমণ। বিশেষজ্ঞদের আশঙ্কা, কিছুদিনের মধ্যেই রাজ্যের করোনা সংক্রমণ দৈনিক ৮ হাজার অতিক্রম করে ফেলতে পারে। নির্বাচনের পর সংক্রমণ যে কোথায় গিয়ে পৌঁছবে? তা নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।

সংক্রমণ মোকাবিলায় গতকাল মুখ্য সচিবের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসনের আধিকারিকেরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠক এ রাজ্যের সমস্ত হাসপাতালগুলোকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। মাইক্রো কনটেইনমেন্ট জোন তৈরির নির্দেশ দেয়া হয়েছে। করোনার পরীক্ষা বৃদ্ধি ও জনসমাগম রোখার নির্দেশ দেয়া হয়েছে। প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করার নির্দেশও দেয়া হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!