এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলী গুন্ডাদের জন্য বড় বিপদ? এবারের ভোটে সব দাদাগিরি শেষ! দিশেহারা ঘাসফুল!

তৃণমূলী গুন্ডাদের জন্য বড় বিপদ? এবারের ভোটে সব দাদাগিরি শেষ! দিশেহারা ঘাসফুল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রত্যেকটি স্থানীয় ভোটে তৃণমূল পুলিশ দিয়ে ভয় দেখিয়ে, গুন্ডা দিয়ে কারচুপি করার চেষ্টা করে। আর সেই কারণেই মানুষের মনে তৃণমূলের মধ্যে রাগ থাকলেও, ফলাফল উল্টে যায়। তবে এবার আর সেরকম কিছু হবে না। কারণ এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন কড়া নজরদারি রেখেছে পশ্চিমবঙ্গে। প্রত্যেকটি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। সেই কারণে প্রচার বন্ধ হওয়ার পরে তৃণমূলের গুন্ডারা হয়ত অশান্তি করার চেষ্টা করবে। তবে সেখানেও কিভাবে প্রতিরোধ করতে হয়, উত্তরবঙ্গের মাটি থেকে তার বার্তা দিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, আজ মালবাজারের সভায় বক্তব্য রাখতে গিয়ে ভোটের মধ্যে অশান্তির চেষ্টা করতে আসলে কিভাবে তার প্রতিরোধ হবে, তা নিয়ে বড় বার্তা দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “প্রচার শেষ হওয়ার পর 48 ঘন্টা, যদি গুন্ডারা অশান্তি করতে আসে, তাহলে বলব, এবার আর এইসব হবে না। সেই টাইমটা বাড়ি থেকে একটু কম বেরোবেন। এবার আর হুমকি, হুশিয়ারি খাটবে না।”

একাংশ বলছেন, পঞ্চায়েত থেকে পৌরসভা, ভোট তো তৃণমূল কংগ্রেস এই রাজ্যে কার্যত তুলে দিয়েছে। সব জায়গায় তাদের গুন্ডারা ভোট দিয়ে ক্ষমতা দখল করবে। তবে সেইখানে এবার বদল আনতে চাইছে নির্বাচন কমিশন। বাংলায় এবার তাদের কড়া নজর রয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের গুন্ডারা যদি অশান্তি করতে আসে, তাহলে তার ফলাফল যে ভালো হবে না এবং গুন্ডাদের টাইট দেওয়ার জন্য যে সমস্ত রাস্তা তৈরি, তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। যার ফলে নতুন করে চিন্তা বাড়লো শাসক দলের মধ্যে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!