এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যের তদন্তে বড় পাওয়ার পেলো সিবিআই, জনতার অভিযোগে টালমাটাল হবে তৃণমূল!

রাজ্যের তদন্তে বড় পাওয়ার পেলো সিবিআই, জনতার অভিযোগে টালমাটাল হবে তৃণমূল!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন যে, সন্দেশখালি নিয়ে কত বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যেখানে সমস্ত মামলার তদন্তের ভার দেওয়া হয়েছে সিবিআইয়ের ওপর। স্বাভাবিকভাবেই এটা রাজ্যের কাছে অত্যন্ত অস্বস্তির কারণ। তবে কলকাতা হাইকোর্ট এই সন্দেশখালি ঘটনা নিয়ে আরও একটি তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন। যার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে যে, ভোটের মুখে এবার তছনছ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত, আজ সন্দেশখালির সমস্ত মামলার তদন্তের ভার সিবিআইয়ের ওপর দেওয়া হয়েছে। পাশাপাশি আদালতের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে, একটি পোর্টাল তৈরি করা হবে। আর সেখানেই সিবিআইয়ের কাছে সরাসরি তাদের অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। আর আদালত মানুষের মন বুঝতে পেরেছে জন্যেই এই পদক্ষেপ গ্রহণ করেছে বলেই মনে করছেন একাংশ। অনেকে এটাও বলছেন যে, এর ফলে সাধারণ মানুষ আর ভয় পাবেন না। তারা একেবারে যে অত্যাচার তাদের ওপর হয়েছে, যে অনাচার তাদের সঙ্গে হয়েছে, যেভাবে জমি দখল, মহিলাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছেন শাসক দলের নেতারা, তার বিরুদ্ধে সিবিআইয়ের কাছে সঠিক তথ্য পৌঁছে দেবেন।

আর তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যত বড়ই মাথা হোক না কেন, তাদের যে ছেড়ে কথা বলবে না, সেই ব্যাপারে দ্বিমত নেই বিশেষজ্ঞদের মধ্যে। আর আদালতের এই মানুষের সঙ্গে সিবিআইয়ের যে সংযোগ স্থাপনের বার্তা, এটাই ভোটের মুখে রীতিমত টালমাটাল করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলকে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!