এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার মগের মুলক! ঈদের অনুষ্ঠানে গিয়েও সংখ্যালঘুদের ক্ষ্যাপানোর চেষ্টা?

মমতার মগের মুলক! ঈদের অনুষ্ঠানে গিয়েও সংখ্যালঘুদের ক্ষ্যাপানোর চেষ্টা?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন কোনোভাবেই সংখ্যালঘুদের ভোট পাবেন না, এই বিষয়টিতে নিশ্চিত হয়ে গিয়েছেন, সেই সময় ঈদের অনুষ্ঠানের মঞ্চকেই বেছে নিলেন তিনি। ঈদের দিন রেড রোডে ঈদের অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রাখার সময় ফের এনআরসি এবং সিএএর বিরুদ্ধে মন্তব্য করে সংখ্যালঘুদের ক্ষেপিয়ে তোলার চেষ্টা করলেন এই রাজ্যের প্রশাসনিক প্রধান। অন্তত তেমনটাই দাবি করছে বিরোধীরা। কিন্তু কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

প্রসঙ্গত, এদিন রেড রোডে ঈদের নামাজ অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সিএএ এবং এনআরসির বিরুদ্ধে মন্তব্য করতে দেখা যায় তাকে। মুখ্যমন্ত্রী বলেন, “কোনোভাবেই সিএএ এবং এনআরসি হতে দেব না।” আর এখানেই অনেকে বলছেন, এইসব ঠিক করার কে মমতা বন্দ্যোপাধ্যায়? সবটাই কি তার মগের মুলক নাকি! কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তার ফলে তিনি চাপে পড়ে গিয়েছেন। তিনি এতদিন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এই এনআরসি এবং সিএএ নিয়ে ভুল বুঝিয়েছিলেন।

কিন্তু এই সিএএ লাগু হয়ে যাওয়ার পর একজনেরও নাগরিকত্ব যায়নি। তাই কোনোভাবেই কেন্দ্র বিরোধীতা কাজ করছে না জেনেই সংখ্যালঘুদের আবার নতুন করে ভোটের মুখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলার একটা চেষ্টা এই রাজ্যের মুখ্যমন্ত্রী করে বসলেন। তবে শেষ পর্যন্ত তা ব্যর্থ হবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!