এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে অনশনে বসছেন কৃষকেরা

কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবি জানিয়ে অনশনে বসছেন কৃষকেরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্র সরকার প্রণীত নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নেমেছেন বিক্ষুব্ধ কৃষকেরা। গত ২৬ সে নভেম্বর থেকে দিল্লির রাজপথে চলছে কৃষকদের আন্দোলন। দিল্লির প্রবল শীতকে উপেক্ষা করে আন্দোলনে বসেছেন বিক্ষুব্ধ কৃষকেরা। একাধিক বৈঠক হয়েছে আন্দোলরত কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের। কিন্তু, এরপরও সমস্যার কোনো সমাধান হয়নি। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। এই পরিস্থিতিতে আজ থেকে অনশনে বসতে চলেছেন কেন্দ্রীয় নয়া কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকেরা।

দিল্লিতে আন্দোলনরত কৃষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যে সমস্ত স্থানে আন্দোলন চলছে, সেসব স্থানে একদিনের জন্য রিলে অনশন করবেন কৃষকেরা আজ। তবে, কৃষক নেতা জগজিৎ সিংহ ডাল্লেওয়ালা জানিয়েছেন যে, হরিয়ানার কোন রাজপথে আগামী ২৫ থেকে ২৭ তারিখ কৃষকেরা কোনো টোল করবেন না কৃষকেরা।

অন্যদিকে কৃষক নেতা সৎনাম সিংহ জানিয়েছেন যে, আজ বেলা ১১ টা থেকে ১১ জন কৃষক অনশন করবেন। আগামীকাল মঙ্গলবার আরো ১১ জন কৃষক অনশনে বসবেন বেলা ১১ টা থেকে। সমগ্র দেশের মোট ১০০ টি স্থানে এভাবে ২৪ ঘন্টা চলবে অনশন কর্মসূচি। কৃষকেরা ৩ দিন ধরে এরকম অনশন করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর জানিয়েছেন যে, মিনিমাম সাপোর্ট প্রাইস বা এমএসপি যদি তুলে দেবার চেষ্টা করা হয়, তবে রাজনীতি ছেড়ে দেবেন তিনি। তবে, এর সঙ্গেই তিনি জানিয়েছেন যে, রাজনৈতিক স্বার্থের কারণে মুষ্টিমেয় কিছু লোক কৃষি আইনের বিরোধিতা করছে। তাঁরা কখনোই কৃষকদের প্রতিনিধি নন। তিনি আরও জানিয়েছেন যে, আগামী ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। গণতান্ত্রিক ব্যবস্থাতে যে কেউ কোন বিষয়ের বিরোধিতা করতেই পারেন, কিন্তু রাস্তা বন্ধ করে চাপ সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

অন্যদিকে আজ কেন্দ্রের নয়া কৃষি আইনের সমর্থনে সমবেত হলেন কয়েকশো কৃষক। ইন্দিরাপুরম, গাজিয়াবাদের রামলীলা ময়দানে নয়া কৃষি আইনের সমর্থনে তাঁরা সমাবেশ করছেন। এই কৃষকেরা এসেছেন মূলত মেরঠ, মুজফফরনগর, বিজনৌর, সাহারানপুর, বাগপত ও বুলন্দশহর থেকে। ৪০০ টি ট্রাক্টর ও ট্রলি নিয়ে সমাবেশে এসেছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!