এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রে ক্ষমতায় ফের ফিরলে কৃষকদের জন্য বড়সড় উপহারের ডালি আনার কথা ঘোষণা রাহুলের, ভাগ্যের চাকা ঘুরবে কি?

কেন্দ্রে ক্ষমতায় ফের ফিরলে কৃষকদের জন্য বড়সড় উপহারের ডালি আনার কথা ঘোষণা রাহুলের, ভাগ্যের চাকা ঘুরবে কি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রবল বিবাদ, বিরোধ, প্রতিবাদের উত্তেজনাময় পরিস্থিতির মধ্য দিয়ে সংসদে পাস হলো কেন্দ্র সরকার আনীত নয়া কৃষি বিল। এই বিলের প্রস্তাব আনয়নের সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে সরব দেশের নানা স্থানের একাধিক কৃষক সংগঠন। কোথাও অবরোধ করে, কোথাও ট্রাকটার জ্বালিয়ে, কোথাও বা রেল রোকোর আয়োজন করে প্রতিবাদ জানালেন দেশের বিভিন্ন স্থানের কৃষকেরা। দেশের বেশকিছু কৃষক সংগঠনের সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেখা গেল দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দলকে। কেন্দ্রীয় কৃষি বিল এর প্রতিবাদে বিক্ষুব্ধ কৃষকদের পাশে দাঁড়িয়েছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস।

পাঞ্জাবে কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কৃষকদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই অনুষ্ঠান মঞ্চ থেকে রাহুল গান্ধী মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ জানালেন যে, সংসদে কোনো রকম আলোচনা ছাড়াই কেন্দ্রীয় সরকার বলপূর্বক এই বিতর্কিত কৃষি আইন পাশ করিয়েছে। একারণেই তিনি জানালেন, ” কেন্দ্রে ফের আমাদের সরকার দায়িত্বে এলে কৃষি আইন বাতিল করা হবে।”

অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর সমালোচনা করে রাহুল গান্ধী জানালেন যে, প্রধানমন্ত্রী বলেছেন নয়া কৃষি আইন কৃষকদের স্বার্থের অনুকূল হবে, কৃষকরা উপকৃত হবেন এই নয়া কৃষি আইন চালু হলে। কিন্তু এ বিষয়ে তাঁর প্রশ্ন, যদি এই আইনের ফলে প্রকৃতই উপকৃত হন কৃষকেরা, তবে কেন তাঁরা এই আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন? কেনই বা আন্দোলন-বিক্ষোভ দেখাচ্ছেন? রাহুল গান্ধীর অভিযোগ, বলপূর্বক কৃষি বিল সংসদে পাস করিয়ে নিজের স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়েছে কেন্দ্রীয় সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দেশজুড়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনা কংগ্রেসের আছে, তেমনি উত্তরপ্রদেশের হাথরসের গণধর্ষণের ঘটনা নিয়েও কেন্দ্রীয় সরকারকে চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে নিয়েছে কংগ্রেস। সম্প্রতি হাথরসে গণধর্ষিতার গ্রামে গিয়ে তাঁর পরিবার-পরিজনদের কথা বলেছেন ও তাঁদের সমবেদনা জানিয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অধীর চৌধুরী প্রমুখরা।

হাথরসের নির্যাতিত এই পরিবারের পাশে থেকে তাঁদেরকে সাহায্যের আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতৃত্ববর্গ। হাথরসের এই নৃশংস, অমানবিক ঘটনার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত কংগ্রেসের। আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে কংগ্রেস গণধর্ষণের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে। হাথরসের ঘটনার প্রতিবাদ জানাতে সমস্ত রাজ্যের কংগ্রেস শীর্ষ নেতৃত্বদেরকে পথে নেমে বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দেয়া হয়েছে কংগ্রেসের হাই কমান্ডের পক্ষ থেকে।

প্রসঙ্গত গতকাল পাঞ্জাবের আয়োজিত অনুষ্ঠানে মঞ্চ থেকে রাহুল গান্ধী দেশে কংগ্রেস ক্ষমতায় ফিরলে নয়া কৃষি আইন বাতিলের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে হাথরসের ঘটনায় নির্যাতিতার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও কংগ্রেস দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, এই প্রতিশ্রুতির মধ্য দিয়ে কি রাহুল গান্ধীর তথা কংগ্রেসের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে? আবার কি মসনদে আসতে চলেছে কংগ্রেস? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই প্রশ্নের জবাব দেওয়ার উপযুক্ত সময় এখনো আসেনি? আগামী লোকসভা নির্বাচনের এখনো বছর চারেকের দেরি। দীর্ঘ এই সময়ে অবস্থার কি বদল ঘটবে? কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে? সে কথা বলা কার্যত অসম্ভব এখন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!