এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতেই, দিলীপ ঘোষকে তুমুল আক্রমণ তৃণমূলের রাজ্যনেতার

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতেই, দিলীপ ঘোষকে তুমুল আক্রমণ তৃণমূলের রাজ্যনেতার


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ রাজ্যের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, রাজ্যের নির্বাচন কমিশন চালায় রাজ্য সরকার। এজন্য সরকারের ইচ্ছা মত যেটা চাইছেন, তাই করা হচ্ছে। যখন চাইছেন তখনই করা হচ্ছে। তিনি অভিযোগ করেছিলেন, রাজ্যের নির্দেশেই নির্বাচনের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। এভাবে চলতে পারে না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর এই অভিযোগের পর, দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ।

এ প্রসঙ্গে কুনাল ঘোষ জানালেন, পশ্চিমবঙ্গের সরকারকে না বলে আগে ত্রিপুরা সরকারকে নিয়ে কথা বলুন দিলীপ ঘোষ। ত্রিপুরাতে ভোটে যেভাবে সন্ত্রাস হয়েছে, সেদিকটা আগে তিনি দেখুন। এরপর বাংলায় পুরভোট কিভাবে হবে? তা নিয়ে মন্তব্য করবেন তিনি। তিনি জানালেন, দিলীপ ঘোষ নাটক করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, আগামী ১৯ সে ডিসেম্বর কলকাতায় পুর ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। তবে হাওড়ার পুরভোট নিয়ে এখনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে হতে চলেছে পুরভোট। ভোট গ্রহণ চলবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। আজ থেকে শুরু হল মনোনয়ন জমা দেওয়া। যা চলবে ১ লা ডিসেম্বর পর্যন্ত। আর আজ থেকেই আদর্শ আচরণবিধি জারী করা হলো। আগামী ২২ সে ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!